Apan Desh | আপন দেশ

স্কটল্যান্ডকে উড়িয়ে রেকর্ড ব্যবধানে জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩১, ৩০ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৪:৩২, ৩০ জানুয়ারি ২০২৬

স্কটল্যান্ডকে উড়িয়ে রেকর্ড ব্যবধানে জয় বাংলাদেশের

ছবি: সংগৃহীত

আগামী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত হয়েছিল। তবে সেদিন উদযাপন করতে পারেননি নিগার সুলতানা জোতিরা। এবার যেন তারই উদ্‌যাপন চলল মাঠের পারফরম্যান্সে। শুক্রবার (৩০ জানুয়ারি) নেপালের কীর্তিপুরে স্কটল্যান্ডকে ৯০ রানের বড় ব্যবধানে হারাল বাংলাদেশের মেয়েরা। টি-টুয়েন্টিতে রানের হিসাবে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়।

এর আগে অধিনায়ক জ্যোতির হাফ সেঞ্চুরিতে ভর করে টাইগ্রেসরা ১৯১ রানের বড় সংগ্রহ গড়ে। দলকে সামনে থেকে নেতৃত্ব দেন জ্যোতি, তাকে যোগ্য সঙ্গ দিয়ে ঝোড়ো ইনিংস খেলেছেন সোবহানা মোস্তারিও। পরবর্তীতে বোলিংয়ে ঝড় তোলেন মারুফা আক্তার। এ ছাড়া স্বর্ণা আক্তারের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০১ রান তুলতে পারে স্কটিশ মেয়েরা।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান ২৫৫। দক্ষিণ এশিয়ান গেমসে মালদ্বীপের বিপক্ষে সে ম্যাচে রেকর্ড সর্বোচ্চ ২৪৯ রানে জিতেছিল টাইগ্রেস মেয়েরা। ২০২৪ নারী এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রান তুলে মালয়েশিয়াকে ১১৪ রানে হারায় বাংলাদেশ। এদিন সমান ১৯১ রান করল দলটি, এবার জিতল তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে (৯০ রান)।

আরও পড়ুন<<>>বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়া অন্যায্য

স্কটিশদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬৭ রান তোলে দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। এরপর আর কোনো রান যোগ না করতেই দু’জনই পরপর আউট হয়েছেন। দিলারা ২৮ বলে ৩৯ এবং সমান বলে ২২ রান করেন জুয়াইরিয়া। অল্প সময়ের ব্যবধানে ১৫ রানে ফেরেন শারমিন আক্তার সুপ্তা। এরপর ১০০ রানের জুটিতে বাংলাদেশকে বড় পুঁজি এনে দেন জ্যোতি-সোবহানা। 

৩৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৬ রান করেন জ্যোতি। সোবহানা ২৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৪৭ রানের ইনিংস খেলেছেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রানের স্কোর দাঁড় করায় বাংলাদেশ। 

১৯২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় স্কটল্যান্ড। ইনিংসের প্রথম বলেই ডার্সি কার্টারকে সাজঘরে ফেরান পেসার মারুফা আক্তার। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে স্কটিশ মেয়েরা বড় জয়ের সম্ভাবনা শুরুতেই হারিয়ে ফেলে। দলের পক্ষে আট নম্বরে নামা পিপা স্প্রাউল সর্বোচ্চ ২৭ রান এবং মেগান ম্যাককল ২০ রান করেন।

বাংলাদেশের বোলারদের তোপে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০১ রানেই থামে স্কটল্যান্ডের ইনিংস। বল হাতে মারুফা আক্তার ৩টি এবং স্বর্ণা আক্তার ২টি উইকেট শিকার করেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়