Apan Desh | আপন দেশ

পার্থ স্কর্চার্সের ষষ্ঠ বিবিএল শিরোপা জয়ের রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২৮, ২৫ জানুয়ারি ২০২৬

পার্থ স্কর্চার্সের ষষ্ঠ বিবিএল শিরোপা জয়ের রেকর্ড

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) সিডনি সিক্সার্সকে হারিয়ে পার্থ স্কর্চার্স আবারও ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) পার্থ স্টেডিয়ামে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

পার্থ স্কর্চার্স সিডনি সিক্সার্সকে ছয় উইকেটে হারায়। এ নিয়ে তারা ষষ্ঠবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখন পর্যন্ত কোনো দল এতবার শিরোপা জেতে পারেনি।

ফাইনালে স্কর্চার্স প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ডেভিড পেইন ও ঝাই রিচার্ডসনের বিধ্বংসী বোলিংয়ে ২০ ওভারে মাত্র ১৩২ রানেই অলআউট হয় সিক্সার্স। দুই পেসার মিলিয়ে ছয়টি উইকেট শিকার করেন।

আরও পড়ুন <<>> বর্জনের গুঞ্জনের মধ্যেই বিশ্বকাপ দল ঘোষণা পাকিস্তানের

জবাবে স্কর্চার্স মাত্র ১৫ বল হাতে রেখে লক্ষ্য পূরণ করে। দলের জয়ের ভিত্তি স্থাপন করেন মিচেল মার্শ। ৪৩ বল খেলে তিনি ৪৪ রান করেন। দলের চার উইকেট হারানোর পরও সহজে লক্ষ্য ছুঁয়ে যায় তারা।

এ জয়ের মাধ্যমে স্কর্চার্স ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড গড়েছে। এর আগে আইপিএলের চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস পাঁচটি করে শিরোপা নিয়ে যৌথভাবে শীর্ষে ছিল।

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে শীর্ষ শিরোপা সংখ্যা

পার্থ স্কর্চার্স: ৬ (বিবিএল)
চেন্নাই সুপার কিংস: ৫ (আইপিএল)
মুম্বাই ইন্ডিয়ানস: ৫ (আইপিএল)
ত্রিনিবাগো নাইট রাইডার্স: ৫ (সিপিএল)
কুমিল্লা ভিক্টোরিয়ানস: ৪ (বিপিএল)
জাফনা কিংস: ৪ (এলপিএল)

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়