Apan Desh | আপন দেশ

ঢাকায় আসছেন আইসিসির প্রতিনিধি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৪, ১৬ জানুয়ারি ২০২৬

ঢাকায় আসছেন আইসিসির প্রতিনিধি

আইসিসির লোগো

নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলতে অনড় বাংলাদেশ। তবে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা চলমান রয়েছে। উভয় সংস্থার মধ্যে চিঠি ও ইমেইলে যোগাযোগ হচ্ছে। কিন্তু তাতে সমাধান না আসায় ঢাকায় আসছে আইসিসির নিরাপত্তা প্রতিনিধি দল।

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, আইসিসির একটি প্রতিনিধিদল আসবে বলে কথা হচ্ছে। এখনো নিশ্চিত হয়নি কবে আসবে। আলোচনা চলছে।

সূত্র জানিয়েছে, ভারতের মাটিতে যেসব সমস্যার কথা বলা হচ্ছে সেসব নিয়েই আলোচনা হবে। নিরাপত্তা নিয়ে তারা পূর্ণ নিশ্চয়তা দেয়ার কথা বলবে। একই সঙ্গে বিকল্প ভেন্যুতে কী কী সমস্যা হতে পারে সেগুলো জানানো হবে বিসিবিকে। 

আরও পড়ুন<<>>শঙ্কট কাটিয়ে বিপিএল মাঠে ফিরছে আজ 

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের যৌথ আয়োজক ভারত ও শ্রীলংকা। গ্রুপপর্বে বাংলাদেশের সব ম্যাচ হবে ভারতের কলকাতা ও মুম্বাইয়ে। 

আইসিসি প্রতিনিধিদল আসার খবরে আশার আলো দেখছেন বিসিবির পরিচালকরা। নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক পরিচালক বলেন, আইসিসি আমাদের দাবি অযৌক্তিক মনে করছে না। তাহলে এভাবে আলোচনার জন্য প্রতিনিধিদল আসত না। আমরা এখনো মনে করছি আমাদের দাবি যৌক্তিক।

প্রসঙ্গত, উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির মুখে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার জেরে ভারতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় বাংলাদেশ। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমাদের অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই, শ্রীলংকায় এটা করা অসম্ভব নয় বলে আমরা বিশ্বাস করি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়