Apan Desh | আপন দেশ

শঙ্কট কাটিয়ে বিপিএল মাঠে ফিরছে আজ 

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৪৬, ১৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ১০:০৪, ১৬ জানুয়ারি ২০২৬

শঙ্কট কাটিয়ে বিপিএল মাঠে ফিরছে আজ 

ছবি : আপন দেশ

অবশেষে সব জটিলতা দুর হয়েছে। শঙ্কার কালো মেঘ সরিয়ে আবার মাঠে গেড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে দফায় দফায় আলোচনা শেষে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) স্থগিত হওয়া ম্যাচ দু’টি শুক্রবার (১৬ জানুয়ারি) হবে বলে নিশ্চিত করেছে বিসিবি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করেন।

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তার পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিপিএলের দুটি ম্যাচ বয়কট করেছিলেন ক্রিকেটাররা। তবে রাতে বিসিবির সঙ্গে আলোচনার পর কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, ক্রিকেটের বৃহত্তর স্বার্থে তারা মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

মিঠুন বলেন, নাজমুলের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং সেটিকে তারা সমর্থন করেন না। তবে বোর্ডের সঙ্গে হেলদি ডিসকাশন'-এর মাধ্যমে একটি বাস্তবসম্মত জায়গায় পৌঁছানো সম্ভব হয়েছে। বিসিবি দ্রুত দাবিগুলো প্রক্রিয়াগতভাবে এগিয়ে নেবে, এ আশ্বাসের ভিত্তিতেই শুক্রবার থেকে আবার খেলায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা।

এ প্রসঙ্গে মিঠুন বলেন, যে ঘটনাটা ঘটেছে, সেটা কোনোভাবেই এক্সেপ্টেবল না। ইভেন, আমরা এখনো এক্সেপ্ট করি না সে বিষয়টা এবং আমরা কোনোভাবেই এটাকে সাপোর্ট করি না। আমরা এখানে এসে বোর্ডের মিঠু ভাই, আমাদের প্রেসিডেন্ট, তারপর বোর্ডের অন্যান্য ডিরেক্টর, আমাদের বিপিএলের টিম ওনাররা, সবার সঙ্গে বসে আলোচনা করেছি। একটা জিনিস উনারা কনফার্ম করেছেন।

আরও পড়ুন<<>>অনির্দিষ্টকালের জন্য স্থগিত এবারের বিপিএল

তো, জিনিসটা হচ্ছে এখন বর্তমান যে সিচুয়েশন, উনাকে যেহেতু রিচ করা যাচ্ছে না, উনারা আমাদেরকে কথা দিয়েছেন, উনাকে এজ আর্লি অ্যাজ পসিবল রিচ করে আমাদের যে দাবি, সেটা উনারা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করবেন। এবং আমাদের যে চাওয়াটা, ওনাদের প্রসিডিউর অনুযায়ী এজ আর্লি অ্যাজ পসিবল, উনারা এটা কমপ্লিট করবেন, যোগ করেন কোয়াব প্রেসিডেন্ট।  

এ সমঝোতার পরপরই বিপিএলের নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির দেয়া বিবৃতিতে বলা হয়েছে, বিপিএল ২০২৬-এর ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে নির্ধারিত ম্যাচগুলো এখন অনুষ্ঠিত হবে শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬। ১৬ ও ১৭ জানুয়ারির জন্য নির্ধারিত ম্যাচগুলো এক দিন করে পিছিয়ে যথাক্রমে ১৭ ও ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া, ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১ এক দিন পিছিয়ে ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এর আগে কোয়াব এক বিবৃতিতে জানিয়েছিল, নারী জাতীয় দলের বিশ্বকাপ বাছাই, ছেলেদের জাতীয় দলের সামনে টি–টোয়েন্টি বিশ্বকাপ এবং অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ বিবেচনায় নিয়ে তারা সব ধরনের খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। একই সঙ্গে এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানানো হয় এবং তার প্রকাশ্য ক্ষমা প্রত্যাশা করা হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
Advertisement

জনপ্রিয়