Apan Desh | আপন দেশ

বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৩, ১৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৫৩, ১৩ জানুয়ারি ২০২৬

বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

ফাইল ছবি

নিরাপত্তা ইস্যুতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল পাঠাবে না এমন সিদ্ধন্তে অনড় অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই ইস্যুতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিসিবির সঙ্গে বৈঠক করে। সেখানে সূচির বিষয়টি সামনে টেনে বিসিবির অবস্থান পরিবর্তনের অনুরোধ করে আইসিসি। সেখানের নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেয় বিসিবি।

ভিডিও কনফারেন্সর বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বিসিবি। টাইগারদের ক্রিকেট বোর্ড বৈঠকেও আইসিসিকে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। অর্থাৎ ভারতের বদলে অন্য কোনো দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। 

আরও পড়ুন<<>>ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ: আসিফ নজরুল

আইসিসির সঙ্গে হওয়া ওই বৈঠকে বিসিবির পক্ষে অংশ নেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

আলোচনায় আইসিসির পক্ষ থেকে বলা হয়, টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়েছে, তাই বিসিবিকে যেন তাদের অবস্থান পুনর্বিবেচনার করে। তবে বিসিবি জানিয়েছে, তাদের অবস্থানে পরিবর্তন আসবে না। কারণ হিসেবে বিসিবি নিরাপত্তার ব্যাপারটি আবারও সামনে এনেছে।

বিসিবি বলেছে, আলোচনার মাধ্যমে সম্ভাব্য সমাধান খুঁজে বের করতে। উভয় পক্ষই যোগাযোগ অব্যাহত রাখতে একমত হয়েছে। বিসিবি তাদের খেলোয়াড়, কর্মকর্তা ও কর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে আইসিসিকে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়