তাসকিন আহমেদ
বাংলাদেশের গতি তারকা তাসকিন আহমেদ আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলেননি। তবে বসে বসে সময় কাটাননি তিনি। এ টাইগার পেসারও খেলার মধ্যেই ছিলেন। একই সময় আবুধাবি টি-১০ লিগে খেলেছিলেন তিনি। সেখানে বল হাতে নর্দান ওয়ারিয়র্সের হয়ে নজর কেড়েছেন।
তারপরই তাসকিন সরাসরি আইএল টি-টোয়েন্টির দল শারজাহ ওয়ারিয়র্সে যোগ দিয়েছেন। অবশ্য আরব আমিরাতের চলমান ফ্র্যাঞ্চাইজি আসরটিতে এখনও মাঠে নামেননি তাসকিন। তবে ভালো কিছুর প্রত্যাশা করছেন ডানহাতি এ পেসার। যেন দেশের প্রতিনিধিত্ব ও নামের প্রতি সুবিচার করতে পারেন সেলক্ষ্যে তাসকিন দোয়া চেয়েছেন। এ ছাড়া আসন্ন বিপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সুস্থভাবে আইএল টি-টোয়েন্টি যাত্রাও শেষ করার লক্ষ্য তার।
আরও পড়ুন<<>>মেসির হাত ধরে এমএলএসর প্রথম শিরোপা মায়ামির
শারজাহ ওয়ারিয়র্সের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে তাসকিন বলেন, সবাইকে অনেক ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য, এত ভালোবাসা দেয়ার জন্য। সবাই দোয়া করবেন যেন আমি আমার দেশের নাম উজ্জ্বল করে আসতে পারি এবং এ টুর্নামেন্টটা ভালো করে শেষ করে সুস্থ থাকি, যাতে সামনে আমার দেশকে আরও ভালো ভালো খেলা উপহার দিতে পারি এবং ম্যাচ জেতাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
চলমান আইএল টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে শারজাহ ওয়ারিয়র্স। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে তারা আবুধাবি নাইট রাইডার্সের কাছে ৩৯ রানে হেরেছে। ওই ম্যাচের একাদশের বাইরে ছিলেন তাসকিন আহমেদ। পরবর্তী ম্যাচে রোববার (০৭ ডিসেম্বর) বিকেল ৪টায় শারজাহ ও এমআই এমিরেটস মুখোমুখি হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































