Apan Desh | আপন দেশ

আজ টাইগ্রেসদের সামনে দক্ষিণ আফ্রিকা 

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৮, ১৩ অক্টোবর ২০২৫

আজ টাইগ্রেসদের সামনে দক্ষিণ আফ্রিকা 

ফাইল ছবি

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত সূচনা পেয়েছিল বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল টাইগ্রেসরা। কিন্তু পরের দুই ম্যাচে জয়ের সে ধারা অব্যাহত রাখতে ব্যর্থ হয়েছে তারা। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টাই দুই হারে হোঁচট খেয়েছে লাল সবুজ দল।

নিজেদের চতুর্থ ম্যাচে জয়ে ফিরতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। সে লক্ষ্য সামনে রেখে সোমবার (১৩ অক্টোবর) ভারতের বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। দলের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার আশাবাদী, প্রোটিয়াদের বিপক্ষে ঘুরে দাঁড়াবেন তারা। 

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ তুলেছিল মাত্র ১৭৮ রান, আর নিউজিল্যান্ডের বিপক্ষে ২২৮ রানের লক্ষ্য তাড়ায় অলআউট হয় ১২৭ রানে। ইংল্যান্ড ম্যাচে সোবহানা মোস্তারি (৬০), রাবেয়া খান (৪৩), শারমিন আক্তার (৩০) ও স্বর্না আক্তার (১০) ছাড়া কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে টপ অর্ডার গুটিয়ে যায় মাত্র ৩৩ রানে ৬ উইকেট হারিয়ে। এরপর ফাহিমা খাতুন (৩৪), নাহিদা (১৭) ও রাবেয়া (২৫) কিছুটা প্রতিরোধ গড়েন, সঙ্গে এক্সট্রা থেকে আসে ৩০ রান।

আরও পড়ুন<<>>হামজা মাঠে-বাইরে একজন নেতা: কাবরেরা

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রোববার (১২ অক্টোবর) নাহিদা আক্তার বলেন, আমরা স্বীকার করছি, ব্যাটিংটা ভেঙে পড়েছিল। কোচিং স্টাফ ও ব্যাটারদের সঙ্গে আলোচনা করে সেই জায়গাগুলো নিয়ে কাজ করছি। আশা করি, পরের ম্যাচে সবাই ভালোভাবে ফিরবে।

ব্যাটিং অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, কে ওপেন করবে, সেটি টিম ম্যানেজমেন্ট ঠিক করবে।

দক্ষিণ আফ্রিকা প্রসঙ্গে নাহিদা বলেন, আমরা জানি ওরা ভালো দল এবং শেষ ম্যাচে ভারতকে হারিয়েছে। আমাদের ব্যাটার ও বোলাররা নিজেদের পরিকল্পনা নিয়েছে, টিম মিটিংও হবে। আমরা আমাদের সেরাটা দিতে চাই এবং ভালো কিছু করতে চাই।

পয়েন্ট টেবিলে বর্তমানে বাংলাদেশ ষষ্ঠ স্থানে রয়েছে। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় অপরিহার্য। তিনি বলেন, আমরা আগের মতোই ইতিবাচক মনোভাব নিয়ে নামবো। যদি ব্যাটিংয়ে লম্বা সময় টিকতে পারি, ম্যাচটা আমাদের জন্য ভালোই হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়