Apan Desh | আপন দেশ

বাংলাদেশ-নেপাল ম্যাচ বাতিল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৪২, ৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৯:৪৩, ৮ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ-নেপাল ম্যাচ বাতিল

ছবি: সংগৃহীত

নেপালে সরকার বিরোধী আন্দোলনের জেরে বাংলাদেশের বিপক্ষের দ্বিতীয় প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)

সোমবার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন আনফা কর্তৃপক্ষ। এরআগে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জরুরি মিটিংয়ে বসে সার্বিক বিষয় পর্যালোচনা করে দ্বিতীয় প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য। কিন্তু দেশের সংকটময় মুহূর্তে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয় তারা।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। এরজন্য আজ বিকেল ৩টায় অনুশীলনে যাওয়ার কথা ছিল জামাল ভূঁইয়াদের।

আরওপড়ুন<<>>ভারত-পাকিস্তান ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

তবে নেপালের সরকারবিরোধী আন্দোলনের কারণে হোটেল থেকে বের হতে পারেনি বাংলাদেশ দল। যে কারণে অনুশীলন বাতিল করা হয়েছে। বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন দুপুর ১২টায় ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হয়েছে টিম হোটেলে। ৩টায় অনুশীলনের নির্ধারিত সময় ছিল। তবে সোয়া ২টায় হোটেলের লবিতে গেলে জানা যায় যে বের হওয়া যাবে না। স্টেডিয়ামের আশপাশে শিক্ষার্থীরা অবরোধ করেছে।

উল্লেখ্য, দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হামজা-সমিতদের ছাড়াই নেপালে গেছে বাংলাদেশ দল। শনিবার (০৬ সেপ্টেম্বর) প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে তারা। দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মঙ্গলবার। তবে সে ম্যাচের আগের দিন আন্দোলনের জেরে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়