Apan Desh | আপন দেশ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৮, ৩০ আগস্ট ২০২৫

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজের ট্রফির সঙ্গে বাংলাদেশ ও নেদারল্যান্ডের অধিনায়ক

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। শনিবার (৩০ আগস্ট) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। এদিকে, দলে ফিরেছেন সাইফ হাসান।

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচে খেলা মোহাম্মদ নাইম, মেহেদী হাসান মিরাজ এ সিরিজের স্কোয়াডেই নেই। পারভেজ হোসেন ইমন টপঅর্ডারে জায়গা ফিরে পেয়েছেন। দীর্ঘদিন পর দলে ঢুকেছেন সাইফ হাসান। ২০২১ সালে অভিষেকের পর সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি প্রায় দুই বছর আগে।

একাদশ থেকে বাদ পড়েছেন শামিম হোসেন পাটোয়ারি, সাইফউদ্দিন ও নাসুম আহমেদ। তাদের স্থলে জায়গা পেয়েছেন তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। হৃদয় পাকিস্তানের বিপক্ষে সিরিজে থাকলেও শেষ ম্যাচে খেলেননি।

আরওপড়ুন<<>>বোলিং করতে না দেয়ায় অধিনায়ককে গুলি করে হত্যা!

আগস্টে ভারতের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সে সিরিজ এক বছর পিছিয়ে দিয়েছে ভারত। সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের আগে প্রস্তুতিতে যেন ঘাটতি না হয়, সেজন্য নেদারল্যান্ডসের বিপক্ষে এ টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম,  সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং রিশাদ হোসেন।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’ডোড, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), শারিজ আহমেদ, নোয়া ক্রোস, কাইল ক্লেইন, টিম প্রিংগেল, আরিয়ান দত্ত, পল ফন মেকেরেন, ড্যানিয়েল ডোরাম।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়