
রাজধানীর বিজয়নগর সড়ক অবরোধ
গণঅধিকার পরিষদের (জিওপি) নেতাকর্মীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জের ঘটনায় রাজপথে নেমেছে সংগঠনের নেতাকর্মীরা। রাজধানী ঢাকা, কুমিল্লা, মুন্সীগঞ্জ, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ ও টাঙ্গাইলসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল করেছেন তারা। এ সময় রাস্তায় টায়ার পরিয়ে প্রতিবাদ জানিয়েছে বিক্ষুব্ধরা।
ভিপি নুরসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলাকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়েছে বিক্ষোভ থেকে। একই সঙ্গে স্বৈরাচার আওয়ামী লীগের ধূসর জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং পার্টির চেয়ারম্যানের গ্রেফতার দাবি জানান।
শুক্রবার বিকেলে বিক্ষোভ সমাবেশ করে জিওপি। সমাবেশ শেষে মিছিল নিয়ে জাতীয় পার্টির অফিসের দিকে গেলে জাপা নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়ে। জিওপির নেতাকর্মীরাও জবাব দেয়। এতে সংঘর্ষ বাধে। ওই সময় জিওপির সাধারণ সম্পাদক রাশেদখাসহ অনেক নেতাকর্মী আহত হয়। এর প্রতিবাদে সন্ধ্যার দিকে মশাল মিছিল নিয়ে ফের জাপার অফিসের দিকে যায় তারা। দ্বিতীয় দফায় একই জায়গায় জাতীয় পার্টি ও গণপরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ ও পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটে। এর পর শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আইন-শৃঙ্খলা বাহিনীর গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে। এতে নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় পরে রক্তাক্ত অবস্থায় নুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান নেতাকর্মীরা।
রাবিতে সড়ক অবরোধ:
রাবি প্রতিনিধি জানান. গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
প্রায় এক ঘণ্টা অবস্থান কর্মসূচি শেষে তারা বিক্ষোভ সমাবেশ সমাপ্তি ঘোষণা করেন। এসময় তারা ‘ছাত্র নাগরিক জনতা, গড়ে তুল একতা’, ‘জুলাইয়ে হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘ফ্যাসিবাদের গদিতে আগুন জ্বালো একসাথে’, ‘ভিপি নুর আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘বাহ ইউনুস চমৎকার, জাতীয় পার্টির পাহারাদার’ ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মারুফ বলেন,চৌদ্দদলসহ জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি আমরা বারবার জানিয়েছি। কিন্তু এখনো জাতীয় পার্টি ও উত্তরপাড়ার জলপাই টুপিওয়ালাদের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় জাতীয় পার্টির ছায়াতলে সেনাবাহিনী ও পুলিশ নুরের ওপর যে হামলা ও নারকীয় তাণ্ডব চালিয়েছে তার দায়ভার অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে এর বিচার নিশ্চিত করতে হবে।
চট্টগ্রাম: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে দলটির নেতাকর্মীরা।
শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টা থেকে নগরের ২ নম্বর গেট মোড়ে কর্মসূচি পালন করছেন দলটির নেতাকর্মীরা। এ সময় ২ নম্বর গেট মোড় সংলগ্ন সড়কগুলোতে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন জরুরি প্রয়োজনের বের হওয়া লোকজন।
বিক্ষোভকারীরা ‘জাপা ধর, জেলে ভর’ স্লোগান দিতে থাকেন। তারা বলেন, রাজধানীর বিজয়নগরে হামলার ঘটনায় জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে৷ স্বৈরাচারের সহযোগী দলটির নেতাকর্মীদেরও গ্রেফতার করতে হবে।
টাঙ্গাইল: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছন দলটির নেতাকর্মীরা।
শনিবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের আশেরপুর এলাকায় নেতাকর্মীরা সড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। পরে দুপুর সোয়া ১টার দিকে তারা অবরোধ তুলে নেন।
এ সময় গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সুজন আহমেদ, সাধারণ শামিমুর রহমান সাগর, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, এনসিপির জেলা শাখার প্রধান সমন্বয়ক মাসুসুর রহমান রাসেল, ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি ফাহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক নবাব আলী প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, ঢাকায় গণঅধিকারের পরিষদের সভাপতি নুরসহ প্রায় শতাধিক নেতাকর্মীর ওপর হত্যার উদ্দেশ্য জাতীয় পার্টি ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী হামলা করে। আমরা হামলায় জড়িত সবার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন বক্তারা৷
এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল শহরের থানার পাশে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, নুরুল হক নুর জুলাই গণঅভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি ২০১৭ সাল থেকে আজ পর্যন্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে একা নিরন্তর লড়াই চালিয়ে গেছেন। তার ওপর ভয়াবহ আক্রমণ আমাদের জন্য বড় সতর্কবার্তা। যদি একজন রাজনৈতিক প্রধানের ওপর এমন হামলা হতে পারে, তবে বিশ্ববিদ্যালয় ও গ্রাম পর্যায়ে যারা নেতৃত্ব দিয়েছে, তাদের ভবিষ্যত কতটা ঝুঁকিপূর্ণ। আজ নুরের ওপর হামলা চালিয়েছে কাল আমার-আপনার ওপর চালাবে।
বিক্ষোভ সমাবেশে সাবেক সমন্বয়ক ফাহিম রেজা এবং ছাত্র অধিকার পরিষদের সাধারণ সসম্পাদক আল শাহরিয়া শুভ বক্তব্য দেন। এতে বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
কুমিল্লা: ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব নুরুল হক নুর এবং কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ জেলা শাখা।
শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ অবরোধ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা নুরুল হক নুরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অবরোধ চলাকালে বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন দমাতে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর একের পর এক হামলা চালানো হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের কোনো নেতাকর্মীর ওপর আবারো হামলা হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।
আন্দোলনকারীরা টায়ার জালিয়ে বিক্ষাভ করে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করে।
পুলিশের হস্তক্ষেপে আধাঘন্টা পর আন্দোলনকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।তুলে নেয়ার আগে ২৪ ঘন্টার মধ্যে দোষীদের শাস্তির ব্যবস্হা না করলে আবারও রাজপথ অচল করে দেয়া হবে। যান চলাচল স্বাভাবিক হয়।
মুন্সীগঞ্জ: ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুরের ওপরে হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেছে মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে দলের নেতাকর্মী একটি মিছিলর বের করে শ্রীনগর উপজেলার ডাক বাংলো মোড় হয়ে বিভিন্ন রাস্তায় ঘুরে পরবর্তীতে ছনবাড়ী ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের অবরোধ করে রাখে।
এসময় এক্সপ্রেস ওয়েতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।পরে প্রশাসনের অনুরোধে গণঅধিকারের পরিষদের নেতারা সরে আসেন।
বিক্ষোভে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শহিদুল ইসলাম সেতু, শ্রীনগর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আহসান হাবীব শ্যামল, সহ-সভাপতি মো.রিপন শেখ, ওহাব দেওয়ান, সাধারণ সম্পাদক জাহিদ আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক আলামিন মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত শেখ সোহাগ, দফতর সম্পাদক রাসেল, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক বাবুলসহ অনেকেই।
সিরাগঞ্জ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৩০ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের গোলচত্বরে অবস্থান নিয়ে তারা মহাসড়ক অবরোধ করেন। প্রায় ১৫ মিনিট অবরোধ চলার পর তারা বিক্ষোভ মিছিল নিয়ে সরে যান।
অবরোধ চলাকালে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহাসড়কে অবস্থান নেয়। ১৫ মিনিটের অবরোধে মহাসড়কের দুই প্রান্তে যানজট সৃষ্টি হলেও অবরোধ তুলে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
চাাঁপাইগঞ্জ: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে শহরের বিশ্বরোড মোড়ে এ কর্মসূচি পালন করে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদ।
অবরোধের কারণে প্রায় ৩০ মিনিট ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুদিকে আটকা পড়ে আমদানি পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন। পরে পুলিশ এসে অনুরোধ করলে অবরোধ তুলে নেয়া হয়।
ট্রাক চালক আসাদুল ইসলাম বলেন, সোনা মসজিদ থেকে পণ্য বোঝাই ট্রাক নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলাম। বিশ্বরোড মোড়ে এসে দেখি টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। এতে চরম ভোগান্তিতে পরি। ৩০ মিনিট পর পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করছে। পরে ট্রাক নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছি।’
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের সঙ্গে কথা বলে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
সাতক্ষীরা: ডাকসুর সাবেক ভিপি ও গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর পুলিশ ও সেনাবাহিনী কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সর্বদলীয় বিক্ষোভ মিছিল হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে যুবঅধিকার পরিষদের জেলা সভাপতি তবিবুর রহমানের নেতৃত্বে সাতক্ষীরা নিউমার্কেট মোড় হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে খুলনা রোড মোড় আসিফ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে 0সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন- গণধিকার পরিষদ সাতক্ষীরার সাবেক যুগ্ন আহবায়ক ইয়াসিন আরাফাত, গণধিকার পরিষদ নেতা হাসানুর রহমান হাসান, ছাত্রর অধিকার পরিষদের সাবেক জেলা সভাপতি ইমরান হোসেন ইমু, যুবঅধিকার পরিষদ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক আজিবুর রহমান, ছাত্রঅধিকার পরিষদের জেলা সভাপতি সারাফাত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নয়ন, শ্রমিক অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হাবিব, আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলার আহবায়ক আক্তারুল ইসলাম আক্তার, সদস্য সচিব আবিদ হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার সাবেক আহবায়ক আরাফাত হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের বক্তারা বলেন, শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় গণধিকার পরিষদের প্রেস ব্রিফিং অনুষ্ঠানে আওয়ামী লীগ,জাতীয় পার্টি, পুলিশ ও সেনাবাহিনী কর্তৃক পরিকল্পিতভাবে বর্বরোচিত হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এ বর্বরোচিত হামলার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এ সময় বক্তারা আরো বলেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টির ওপর ভর করে আওয়ামী লীগ পুনর্বাসন করা কোনভাবে মেনে নেয়া হবে না।
আপন দেশ/এবি/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।