
বক্তব্য দিচ্ছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি
বিএনপির যুগ্ম-মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ফেব্রুয়াররি মাসের নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র হচ্ছে। এছাড়া গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হত নুরের ওপর হামলা ষড়যন্ত্রের অংশ উল্লেখ অবিলম্বে ষড়যন্ত্রকারীদের বের করার দাবিও জানান তিনি।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর (পশ্চিম) উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন এ্যানি। দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
বিএনপির এ নেতা বলেন, হাসিনার অত্যাচার দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশে স্বাভাবিক রাজনীতি ছিল না। মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে নাই। সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে গায়েবি মামলা দিয়ে হয়রানি এবং মিথ্যা মামলায় সাজার পর সাজা দিয়েছে, জেলে রেখেছে, অত্যাচারের, গুম-খুন করেছে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর ১ বছরের একটু বেশি হয়েছে। সকল রাজনৈতিক দল ঐক্যের জায়গায় খুব ভালোভাবে আছি? যে ঐক্য নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সে জায়গায় আছি? আমিতো দেখি না। কারণটা কি, সমস্যাটা কোথায়? কেন আজকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর রক্তাক্ত হতে হয়? নুরুর ওপর আঘাত কারা করেছে? এটা খুঁজে বের করতে হবে।
আরওপড়ুন<<>>শৃঙ্খলাভঙ্গের পুরস্কার উপজেলা বিএনপির সহ-সভাপতি!
এ্যানি বলেন, আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। এ ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্বের বিরুদ্ধে। সামনে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা, সে নির্বাচনের বিরুদ্ধে।
সদর (পশ্চিম) উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
সদস্য সচিব কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, দলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহবায়ক হাসিবুর রহমান, জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, হাফিজুর রহমান, আবুল হাশেম, হারুনুর রশিদ বেপারী ও সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।
উল্লেখ্য, দীর্ঘ ১৩ বছর পর সদর (পশ্চিম) উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন হলো।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।