Apan Desh | আপন দেশ

নিজের কিছু খারাপ অভ্যাসের কথা জানাল আজম খান

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:৪৬, ২৮ আগস্ট ২০২৫

নিজের কিছু খারাপ অভ্যাসের কথা জানাল আজম খান

আজম খান।

জাতীয় দলে আবার জায়গা করে নিতে চান আজম খান। তাই নিজেকে ফিট রাখতে বর্তমানে লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) কঠোর অনুশীলন করছেন। কদিন আগে এক সাক্ষাৎকারে নিজের চলমান ফিটনেস রুটিন ও চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা কথা বলেছেন পাকিস্তানের এ উইকেটরক্ষক ব্যাটার।

আজম খান বলেন, ‘এ মুহূর্তে আমি লাহোরে আছি। এনসিএতে ফিটনেস আর স্কিল নিয়ে কাজ করছি। আমার ওজন এক-দুই সপ্তাহ বা কয়েক দিনে কমবে না, এটা সময়সাপেক্ষ। গত চার-পাঁচ বছর অনেক ক্রিকেট খেলেছি, তাই ফিটনেসের দিকে মনোযোগ দেয়ার সুযোগ পাইনি। আমার কিছু খারাপ অভ্যাস (খাবারের প্রতি লোভ) ছিল, কিন্তু এখন সেটা কোনো অজুহাত নয়। আমি ফিটনেস নিয়ে কাজ করতে মুখিয়ে আছি।

পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ১৪টি টি-টোয়েন্টি খেলেছেন আজম খান। তবে ব্যাট হাতে খুব একটা সাফল্য পাননি। ১৩ ইনিংসে মোটে ৮৮ রান করেছেন তিনি। গড় ৮.৮০, সর্বোচ্চ রান ৩০। তার শেষ ম্যাচ ছিল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

জাতীয় দলে আবার জায়গা করে নিতে চান আজম, উচ্চ পর্যায়ে খেলাই লক্ষ্য, আর তার জন্য সেরা হওয়ার মতো প্রস্তুতি নিতে হবে। অনেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছে, আবার হারিয়েও গেছে। আমি যদি টিকে থাকতে চাই, তাহলে এখনকার চেয়েও দ্বিগুণ পরিশ্রম করতে হবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়