 
										বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যেকার খেলার একটি দৃশ্য
পরাজয় দিয়ে এশিয়া কাপ হকিতে যাত্রা শুরু করলো বাংলাদেশ। শুক্রবার (২৯ আগস্ট) ভারতের বিহারের রাজগিরে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা।
এদিন ম্যাচে প্রথম কোয়ার্টারে কোনও গোল হয়নি। তবে দ্বিতীয় কোয়ার্টারের ১৬ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার (পিসি) থেকে গোল করে লাল সবুজ দলকে লিড এনে দেন আশরাফুল ইসলাম।
আরও পড়ুন<<>>হ্যাটট্রিক করে নেপালকে উড়িয়ে দিলো প্রীতি
তবে সমতা ফেরাতে খুব বেশি সময় নেয়নি মালয়েশিয়া। শুধু সমতাই ফেরায়নি তারা। পাল্টা আক্রমণে একের পর এক গোল করে বাংলাদেশকে ব্যাকফুটে ফেলে দেয়।
২৫, ৩৬, ৪৮ ও ৫৪ মিনিটে চার গোল করে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে মালয়েশিয়া। এরমধ্যে তিনটি হয়েছে ফিল্ড গোল। অন্যটি পেনাল্টি কর্নার থেকে।
বি গ্রুপে ৩০ আগস্ট চায়নিজ তাইপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































