Apan Desh | আপন দেশ

হ্যাটট্রিক করে নেপালকে উড়িয়ে দিলো প্রীতি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২০, ২৭ আগস্ট ২০২৫

আপডেট: ১৭:৫২, ২৭ আগস্ট ২০২৫

হ্যাটট্রিক করে নেপালকে উড়িয়ে দিলো প্রীতি

সংগৃহীত ছবি

অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দাপট। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। হ্যাটট্রিক করেছেন সুরভী আকন্দ প্রীতি। নেপালকে ৪-০ গোলে হারালো বাংলাদেশের মেয়েরা।

পুরো খেলায় বাংলাদেশের মেয়েরা ছিল দুর্দান্ত। ম্যাচের শুরু থেকেই তারা আক্রমণাত্মক খেলতে থাকে। প্রীতির হ্যাটট্রিকের পাশাপাশি বাকি গোলটি আসে থৈনু মারমার পা থেকে।

আধিপত্য দেখালেও এদি প্রথম গোল পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ৩৮ মিনিট পর্যন্ত। থৈনু গোল করে ডেডলক ভাঙেন। প্রায় একক প্রচেষ্টায় নেপালের ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করেন তিনি। এর সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন প্রীতি। তবে, যোগ করা সময়ে গোল খায় বাংলাদেশ। বাংলাদেশের ডিফেন্ডারদের ভুলে কর্নার থেকে আসা বলে এক গোল শোধ করে নেপালের মেয়েরা।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে আক্রমণ করতে থাকে নেপালিরা। কিন্তু সমতাসূচক গোল তো পায়নি–ই, উল্টো ৭৬ মিনিটে গোল খেয়ে বসে তারা। কর্নার থেকে বক্সে ফাঁকা জায়গায় বল পান প্রীতি, সহজেই বল জালে পাঠান তিনি। এর নয় মিনিট পরেই পূর্ণ করেন হ্যাটট্রিক।

ম্যাচের শেষ হওয়ার মিনিট বিশেক আগে বৃষ্টি নামলে ভেজা মাঠেই খেলতে হয়েছে মেয়েদের। বাংলাদেশের কোচ ম্যাচের শেষদিকে গোলরক্ষক ইয়ারজানকে তুলে নেন, তার জায়গায় মেঘলাকে নামালেও স্কোরলাইনে আর বদলায়নি।

ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে এবারের আসর। ফলে প্রত্যেকটা দল দুইবার করে একে অন্যের মুখোমুখি হবে। বাংলাদেশ ৪ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট অর্জন করেছে। পরবর্তী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। শিরোপা জিততে হলে এ ম্যাচে শক্তিশালী ভারতকে হারাতে হবে। প্রথম লেগে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়