
প্রতীকী ছবি
বোলিং করতে না দেয়ায় দলের অধিনায়ককে গুলি করে হত্যা করেছে এক খেলোয়াড়। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরাট এলাকায় মর্মান্তিক এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে একটি প্রীতি ম্যাচে বোলিং করার সুযোগ না পেয়ে অধিনায়ক ফখর ইকবালের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এক ক্রিকেটার। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইকবালকে লক্ষ্য করে গুলি চালান ওই খেলোয়ার। ঘটনাস্থলেই নিহত হন ইকবাল।
আরওপড়ুন<<>>এবার প্রধান কোচ হয়ে ফিরছেন সৌরভ গাঙ্গুলি
শুধু ইকবালকেই নয়, গুলি করা হয় নিহতের ভাই ও চাচাকেও। গুরুতর আহত অবস্থায় তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার (২৫ আগস্ট) মারা যান ইকবালের ভাই। তবে চাচা এখনও সংকটাপন্ন অবস্থায় জীবন-মৃত্যুর লড়াই চালিয়ে যাচ্ছেন।
এ ঘটনায় ইকবালের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইতোমধ্যে নিহতের পরিবার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। হামলাকারীকে গ্রেফতার করেছে গুজরাট পুলিশ। এমন মর্মান্তিক পরিণতিতে পুরো পাকিস্তানজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।