Apan Desh | আপন দেশ

জাতীয় পার্টিকে নিষিদ্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩০, ৩০ আগস্ট ২০২৫

আপডেট: ১৯:৩১, ৩০ আগস্ট ২০২৫

জাতীয় পার্টিকে নিষিদ্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ছবি: সংগৃহীত

নুরুল হক নুরসহ দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধ ঘোষণা করাসহ তিন দফা দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে গণঅধিকার পরিষদ। 

শনিবার (৩০ আগস্ট) বিকেলে নুরুল হক নুরসহ দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ আল্টিমেটাম দেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে তিনি বলেন, এ হামলা পূর্ব পরিকল্পিত। হামলার ঘটনায় তদন্ত কমিশন গঠন করতে হবে। সেনাবাহিনী বলেছে ‘মব’, কিন্তু আমরা তো জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যাইনি।

হামলাকারীদের চিহ্নিত করে বিচার করতে হবে উল্লেখ করে রাশে খাঁন বলেন, ডিএমপি কমিশনার জানিয়েছেন, লাল টি-শার্ট পরা ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি পুলিশের কনস্টেবল। নুর মনে করে তিনি আমাদের আরেক নেতা সম্রাটের ওপর হামালা করেছেন। বিবৃতি দিয়ে বিষয়টি স্পষ্ট করতে হবে।

আরওপড়ুন<<>>ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে বিভিন্নস্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ

নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের প্রসঙ্গ টেনে গণঅধিকার পরিষদের এ নেতা বলেন, রোববার (৩১ আগস্ট) বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক হবে না, এটা বৈষম্য। বৈঠক হতে হবে সর্বদলীয়। প্রত্যেক দল নিয়ে সংলাপ করতে হবে, অন্যথায় যমুনা ঘেরাও করা হবে।

এ সময় জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করাসহ ৩ দফা দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন রাশেদ খান। পাশাপাশি অন্যায়ের প্রতিবাদ করায় অন্তর্বর্তী সরকারকেও ধন্যবাদ জানান তিনি।

গণঅধিকার পরিষদের ৩ দফা দাবি হলো-

১) হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারকে শনিবারের মধ্যেই তদন্ত কমিটি গঠন করতে হবে।

২) যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব পালন করতে পারছেন না, তাই তাকে পদত্যাগ করতে হবে।

৩) ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধ করতে হবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়