Apan Desh | আপন দেশ

এমবাপের জোড়া গোলে রিয়ালের দ্বিতীয় জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:৪৫, ২৫ আগস্ট ২০২৫

এমবাপের জোড়া গোলে রিয়ালের দ্বিতীয় জয়

ছবি: সংগৃহীত

লা লিগায় ওভিয়েদোর মাঠে কিলিয়ান এমবাপের জোড়া গোলে দুর্দান্ত এক জয় ছিনিয়ে নিলো রিয়াল মাদ্রিদ। এছাড়া ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র করেন একটি গোলে। রোববার (২৪ আগস্ট) ওভেইদোকে ৩-০ গোলে হারায় রিয়াল মাদ্রিদ।

এদিন কোচ জাবি আলোনসো শুরুতে বেঞ্চে রেখেছিলেন ভিনিসিয়ুস জুনিয়রকে। তবে দ্বিতীয়ার্ধে নেমেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। এক গোলে সহায়তার পর নিজেও একটি গোল করেন।

রিয়াল নতুন মৌসুম শুরু করেছিল ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে। গত ২০ আগস্টের ওই ম্যাচে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছিল তারা। পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেছিলেন এমবাপ্পে।

এদিকে, ওভেইদোকে হারানো রিয়াল মাদ্রিদ ২ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে টেবিলের তিনে অবস্থান করছে। ৪ গোল দেয়ার বিপরীতে কোনো গোল হজম করেনি তারা। ৬ পয়েন্ট করে টেবিলের শীর্ষে ও দুইয়ে রয়েছে, ভিয়ারিয়াল ও বার্সেলোনা।

আরওপড়ুন<<>>নেপালকে ৩ গোলে হারাল বাংলাদেশ

২৪ বছর লা লিগায় ফেরা ওভেইদোর আতিথ্য নেয়া রিয়াল গোলের খাতা খুলে ৩৭ মিনিটে। আর্দা গুলারের বাড়িয়ে দেয়া বলে নিয়ন্ত্রণ নিয়েই গোলের জন্য শট দেন এমবাপ্পে। দুই ডিফেন্ডার ও ওভেইদোর গোলরক্ষক সামনে বাধা হিসেবে থাকলেও পরাস্ত হননি ফরাসি তারকা।

এ ম্যাচে ভিনিসিউস জুনিয়রকে শুরু থেকে খেলাননি শাবি আলোনসো। বদলি হিসেবে ব্রাজিলিয়ান তারকা মাঠে ঢুকেন ৬৩ মিনিটে। ৮২ মিনিটে এমবাপ্পের পরের গোলে অ্যাসিস্ট করেন তিনি। তার বানিয়ে দেয়া বলে আড়াআড়ি শট নিয়ে দ্বিতীয়বার জালের দেখা পান এমবাপে। ভিনিসিউস এরপর নিজে গোলও করেন।

অতিরিক্ত সময়ে ব্রাহিম দিয়াজের রক্ষণছেড়া পাসে বল ধরেন ভিনি। একটু সামনে এগিয়ে মাপা শটে দূরের পোস্ট দিয়ে গোলের দেখা পান তিনি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়