Apan Desh | আপন দেশ

এবার প্রধান কোচ হয়ে ফিরছেন সৌরভ গাঙ্গুলি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২৩, ২৪ আগস্ট ২০২৫

এবার প্রধান কোচ হয়ে ফিরছেন সৌরভ গাঙ্গুলি

সৌরভ গাঙ্গুলী। ছবি সংগৃহীত

এবার ক্রিকেট মাঠে নতুন ভূমিকায় দেখা যাবে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে। প্রথমবারের মতো কোনো দলের প্রধান কোচ হতে যাচ্ছেন তিনি। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টির দল প্রিটোরিয়া ক্যাপিটালসের হেড কোচের দায়িত্ব পালন করবেন ভারতের সাবেক এ তারকা ক্রিকেটার।

ইতোমধ্যে সৌরভ গাঙ্গুলিকে নিয়োগের বিষয়টি নিশ্চিতও করেছে প্রিটোরিয়া ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি। ফেসবুক পেজে এক পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, কলকাতার মহারাজ ক্যাপিটালসের ক্যাম্পে রাজকীয় সুবাস নিয়ে হাজির হচ্ছেন। আমরা খুব উচ্ছ্বাসের সঙ্গে জানাচ্ছি যে, সৌরভ গাঙ্গুলি আমাদের পরবর্তী হেড কোচ। সেঞ্চুরিয়ান আপনার অপেক্ষায়।

এর আগে প্রিটোরিয়া ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে ছিলেন সাবেক ইংলিশ তারকা জনাথন ট্রট। বর্তমানে আফগানিস্তান জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে আছেন তিনি। আগামী ফেব্রুয়ারির টি-টোয়েন্টি বিশ্বকাপেও আফগানদের দায়িত্ব পালন করবেন ট্রট। সেজন্য প্রিটোরিয়া ক্যাপিটালস ট্রটের জায়গায় গাঙ্গুলিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন।

আরওপড়ুন<<>>প্রোটিয়াদের বিপক্ষে রেকর্ড জয় অস্ট্রেলিয়ার

এসএ টোয়েন্টিতে খুব একটা ধারাবাহিক হতে পারেনি প্রিটোরিয়া ক্যাপিটালস। প্রথম মৌসুমে তারা গ্রুপ পর্বে শীর্ষে ছিল, তবে ফাইনালে সানরাইজার্স ইস্টার্ন কেপের কাছে হেরে যায়। এরপরের দুই মৌসুমে পঞ্চম স্থানে থেকে প্লে অফে খেলতে পারেনি। এবার নতুন কোচের অধীনে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় আছে দলটি।

কোচিংয়ে কোনো অভিজ্ঞতা না থাকলেও প্রশাসনিক ও পরামর্শদাতা হিসেবে যথেষ্ট অভিজ্ঞ সৌরভ গাঙ্গুলি। ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন তিনি। ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসে মেন্টর হিসেবে যোগ দিয়েছিলেন, যদিও কিছুদিন পরই বিসিসিআই সভাপতির দায়িত্ব নেয়ার কারণে পদ ছাড়েন।

উল্লেখ্য, গত বছর থেকে প্রিটোরিয়া ক্যাপিটালসের মূল প্রতিষ্ঠান জেএসডব্লিউ স্পোর্টসের ক্রিকেট পরিচালক হিসেবে কাজ করছেন ভারতের সাবেক এ ক্রিকেটার। জেএসডব্লিউর মালিকানায় রয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসেও। উইমেন্স প্রিমিয়ার লিগেও তাদের দল রয়েছে। আগামী ০৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এসএ টোয়েন্টির নিলাম। সেখান থেকেই প্রিটোরিয়ার দল গোছানো শুরু করবেন সৌরভ গাঙ্গুলি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়