
এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংসের জয়
ঘরের মাঠে আবাহনী লিমিটেড না পারলেও বিদেশের মাঠে জয় ছিনিয়ে নিয়েছে বসুন্ধরা কিংস। ঢাকার জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফের ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের কাছে হেরেছে আকাশি নীল খ্যাত দলটি। প্রথমার্ধে অতিথিদের রুখে দিলেও দ্বিতীয়ার্ধে খেই হারায় স্বাগতিকরা।
তবে মঙ্গলবার (১২ আগস্ট) রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগের প্লে অফে উৎসব করেছে বসুন্ধরা কিংস। সিরিয়ান আল কারামাহ ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশের প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নরা। ম্যাচের একমাত্র গোলটি করেছেন ইম্যানুয়েল সানডে। সিরিয়ান ক্লাবটি প্রায় শতবর্ষী। এএফসি চ্যাম্পিয়নস লিগের ফাইনালও খেলেছে তারা। এশিয়ায় নিজেদের মেলে ধরার চেষ্টায় থাকা বসুন্ধরা কিংস এবার চ্যালেঞ্জ লিগের শুরুতেই তাদের চ্যালেঞ্জ জয় করল।
সিরিয়ায় রাজনৈতিক পরিস্থিতির কারণেই কারামাহর হোম ম্যাচটি হচ্ছে কাতারে। কিংসের মতোই গত পরশু দোহায় পৌঁছে প্রথম অনুশীলন করেছে কিংস। তার আগে পুরো দল সিরিয়ায়ই অনুশীলন করেছে, সেখানে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা। বসুন্ধরা কিংস ঢাকায় প্রায় দুই সপ্তাহ অনুশীলনের মধ্যে থাকলেও কিউবা মিচেল এবং বিদেশি ফুটবলারদের দলের সঙ্গে পেয়েছে কাতারে পৌঁছেই। গত দুই দিন কিউবা, দরিয়েলতন গোমেজ, রাফায়েল অগাস্তরা দলের সঙ্গে ঘাম ঝরিয়েছেন।
দোহার সুহেম বিন হামাদ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করে বসুন্ধরা কিংস। সে আক্রমণের ফসলই গোল। ৬ মিনিটে বক্সের মধ্যে জটলায় উড়ে আসা বলটি টনি থেকে পায় সানডে। সানডের আলতো প্লেসিংয়ে গোল (১-০)।
আরওপড়ুন<<>>সরাসরি বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় বাংলাদেশ!
১৭ মিনিটে সানডে লং বল পেয়েও একজনকে কাটিয়ে শট নেন। কিন্তু সেটা কর্ণারের বিনিময়ে বাঁচিয়ে দেন কারমার গোলরক্ষক। ২০ মিনিটে রাকিবের ক্রস থেকে দোরিয়েলতন বল বাইরে মারলেন। ব্যবধান দ্বিগুণ করতে পারত বসুন্ধরা কিংস। কিন্তু রাফায়েল অগাস্তো ৪৩ মিনিটে একা বল নিয়ে ঢুকেও গোলকিপারের হাতে তুলে দেন।
এ ম্যাচে হয়তো অভিষেক হয়েছে সান্ডারল্যান্ডের ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত কিউবা মিচেলের। বিরতির পরও আক্রমণে বসুন্ধরা কিংস। ৫২ মিনিটে দরিয়েলতনের ব্যাক হিলে সানডে সুযোগ পেয়েও বাইরে মারলেন।
এরপর রাফায়েল আগাস্তোর বদলে ৬৫ মিনিটে কিউবা মিচেল মাঠে নামেন। যদিও তিনি এ ম্যাচে গোল পাননি। কিন্তু বেশ কয়েকবার বক্সে ঢোকার চেষ্টা করে ফাউলের শিকার হন। ৮০ মিনিটে আল কারামাহর পেদ্রির শট ফিস্ট করেন গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ।
এরপর সুযোগ আসে বসুন্ধর কিংসের। কিউবা মিচেলের কর্ণার থেকে রাকিবের হেড অল্পের জন্য বাইরে যায়। বাকি সময়ে চেষ্টা করেও কোনও দল গোল পায়নি।
২৮ আগস্ট হবে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বের ড্র।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।