Apan Desh | আপন দেশ

ফিফা র‍্যাংকিংয়ে ২৪ ধাপ উন্নতি বাংলাদেশের 

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:২৩, ৭ আগস্ট ২০২৫

ফিফা র‍্যাংকিংয়ে ২৪ ধাপ উন্নতি বাংলাদেশের 

ছবি: বাফুফে

দেশের ফুটবলে সুদিনের হাওয়া বইছে। তবে ছেলেদের নয়, তরতর করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবল। প্রথমবার এএফসি এশিয়ান কাপে খেলার টিকিট নিশ্চিত করেছে গত মাসেই। এবার অনূর্ধ্ব -২০ দল একই লক্ষে বুধবার (০৬ আগস্ট) লাওসে শুভ সূচনা করেছে। পরের দিন সুখবর পেল আফঈদা খন্দকাররা। ফিফা র‍্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়েছে তারা। 

বৃহস্পতিবার (০৭ আগস্ট) প্রকাশিত হালনাগাদ ফিফা নারী ফুটবলের র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ১০৪ নম্বরে। সব দলের মধ্যে বাংলাদেশই র‍্যাংকিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছে।

গত জুলাইয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে তুর্কমেনিস্তান, বাহরাইন এবং মায়ানমারের বিপক্ষে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। প্রথমবারের মতো নিশ্চিত করে এশিয়ান কাপে খেলা। এতে লাল-সবুজ জার্সিধারীদের নামের পাশে ৮০.৫১ পয়েন্ট যোগ হয়ে মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১১৭৯.৮৭। এর আগে বাংলাদেশ সর্বোচ্চ ১১ ধাপ এগিয়েছিল। এবার ভেঙে গেল সে রেকর্ড।

ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা, পাঁচে ব্রাজিল, বাংলাদেশ ১৮৪তমফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা, পাঁচে ব্রাজিল, বাংলাদেশ ১৮৪তম
মেয়েদের ফিফা র‍্যাংকিয়ে শীর্ষ তিনটি স্থানে আছে যথাক্রমে- স্পেন, যুক্তরাষ্ট্র এবং সুইডেন। 

এছাড়া ব্রাজিল আছে ৭ নম্বরে। বাংলাদেশ ছাড়া আসন্ন এশিয়ান কাপে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে জাপান ৮, উত্তর কোরিয়া ১০, অস্ট্রেলিয়া ১৫, চীন ১৬, দক্ষিণ কোরিয়া ২১, ভিয়েতনাম ৩৭, ফিলিপাইন ৩৯, চীনা তাইপে ৪২, উজবেকিস্তান ৫২ এবং ভারত আছে ৬৩ নম্বরে।

এদিকে গত ১০ জুলাই ছেলেদের হালনাগাদ র‍্যাংকিং প্রকাশ করেছিল ফিফা। তাতে এক ধাপ পিছিয়ে ১৮৪ নম্বরে নেমে গিয়েছিল বাংলাদেশের জাতীয় পুরুষ ফুটবল দল। ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরে হামজা চৌধুরীদের এ পতন ঘটেছে। দলে দলে প্রবাসী ফুটবলার এলেও দেশের পুরুষ ফুটবলের সুদিন যেন আর ফিরছেই না। এ প্রেক্ষাপটে মেয়েদের নিয়ে জাগছে নতুন আশা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়