Apan Desh | আপন দেশ

শঙ্কা হলো সত্যি, নিষিদ্ধ হলেন মেসি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:৫৮, ২৬ জুলাই ২০২৫

শঙ্কা হলো সত্যি, নিষিদ্ধ হলেন মেসি

লিওনেল মেসি

স্টিনের কিউ-দ২ স্টেডিয়ামে মেজর লিগ সকারের (এমএলএস) অল স্টার দল মুখোমুখি হয় মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টারস দলের বিপক্ষে। সে ম্যাচে এমএলএস অল স্টারস দলের হয়ে খেলার কথা ছিল ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি ও জর্দি আলবার। তবে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেন তারা। এ দুই তারকাকে ছাড়াই মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টারস দলকে ৩-১ গোলে হারায় এমএলএস অল-স্টারস।

নিয়ম অনুযায়ী, চোটের মতো যৌক্তিক কারণ ছাড়া দলে ডাক পেয়েও কেউ না খেললে শাস্তি পেতে হয় খেলোয়াড়দের। সে শাস্তিটাই পেলেন মেসি ও আলবা। এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে দু’জনকে। 

মেসির এ শাস্তি নিয়ে মায়ামির সহ-মালিক জর্জ মাস বললেন, মেসি ভীষণ হতাশ। ও ভীষণ, ভীষণ ক্ষুব্ধও। আমিও মনে করি শাস্তিটা বেশি কঠোর হয়ে গেছে। মেসি-আলবা দুজনই বুঝতে পারছে না, একটা প্রদর্শনী ম্যাচ না খেললে শাস্তি পেতে হবে কেন?  আশা করছি এটা বড় প্রভাব ফেলবে না ভবিষ্যতে।

মেসি গত ২৫ দিনের মধ্যে ৯ ম্যাচ খেলেছেন। ক্লাব বিশ্বকাপে খেলেছেন ৪ ম্যাচ এবং মায়ামির হয়ে খেলেছেন ৫ ম্যাচ। প্রতিটি ম্যাচেই মাঠে ছিলেন ৯০ মিনিট। সেটা জেনেই এমএলএস কমিশনার ডন গারবার বলেছিলেন, ওদের সূচিটা অন্য কোনো দলের মতো ছিল না। বেশির ভাগ দলগুলোই ১০ দিনের বিরতি পেয়েছে, মায়ামির সেটা পায়নি।

তারপরও মেসিকে শাস্তি দেয়া নিয়ে গারবার বললেন, আমি জানি মেসি এ লিগ ভালোবাসে। আমার মনে হয় না এমএলএসের জন্য মেসির চেয়ে আর কোনো ফুটবলার বেশি কিছু করেছে। ম্যাচটা না খেলার তার সিদ্ধান্তকে আমি সম্মান করি। তবে অল-স্টার ম্যাচের জন্য আমাদের একটা প্রক্রিয়া আছে, আর সেটাই মানতে হয়েছে (শাস্তি দিতে হয়েছে)।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়