Apan Desh | আপন দেশ

আমরা সঠিক পথেই আছি: লিটন দাস

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫১, ২৫ জুলাই ২০২৫

আমরা সঠিক পথেই আছি: লিটন দাস

বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস

প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছিল টাইগাররা। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে একটু পরীক্ষা নিরীক্ষা চালালো বেঞ্চের ক্রিকেটারদের নিয়ে। কিন্তু তার ফলটা সুখকর হলো না। বড় ব্যবধানে হারের স্বাদ পেল লাল সবুজের প্রতিনিধিরা। তবে এতে হতাশ হচ্ছেন না বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। ম্যাচ শেষ তিনি জানান আমরা সঠিক পথেই আছি। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ব্যাটিংবান্ধব উইকেটে স্বাগতিক বোলাদের পিটিয়ে ১৭৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে পাকিস্তান। জবাবে ১০৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। অথচ ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের পর তৃতীয় টেস্ট খেলুড়ে দেশ হিসেবে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুযোগ পেয়েছিল টাইগাররা। কিন্তু প্রত্যাশার সঙ্গে মাঠের ব্যাটিং পারফরম্যান্সের অমিলে সিরিজ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। সিরিজ জেতা অধিনায়ক লিটন ৭৪ রানে হেরে স্বীকারও করেছেন, তারা ভালো ব্যাটিং করতে পারেননি।

বাংলাদেশ দলের অধিনায়ক বলেছেন, ভালো উইকেটে ভালো খেলতে পারিনি, এটা চিন্তার না। আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। আমরা কাছে মনে হয়েছে আমরা যে সিরিজগুলো জিতেছি, দেখবেন প্রত্যেকটা ম্যাচে টপ অর্ডার রান করেছে। আমরা সবসময় আমাদের টপ অর্ডার নিয়ে চিন্তা করি। শেষ ম্যাচটা ছাড়া এ সিরিজে আমাদের টপ অর্ডাররা রান করেছে। এটাই ক্রিকেট, আপনি এখানে সবসময় নির্ভর করে থাকতে পারবেন না। যার যেদিন সুযোগ আসবে, ওটা লুফে নিতে হবে। আজকের উইকেট খুবই ভালো ছিল। আমরা ব্যাটিং ইউনিট হিসেবে ব্যর্থ হয়েছি।

লিটন বলেন, প্রথম দুই ম্যাচের উইকেট, জিনিসটা দেখেন, আমরা সেন্ট ভিনসেন্টে খেলেছি। ১৩০ রান ছিল। আপনি যখন প্রতিদিন নিয়মিত ১৮০–১৯০ রানের উইকেটে খেলবেন। একদিন ব্যর্থ হবেন, পরের দুইটা ভালো করবেন।

সিরিজের পারফরম্যান্স এশিয়া কাপ প্রস্তুতিতে কতটা ভূমিকা রাখবে এমন প্রশ্নে লিটন বলেন, এ সিরিজ আমাদের খারাপ যায়নি। আমাদের যে উইকেট দেয়া হয়েছে, আমাদের নিয়ন্ত্রণে না। আমাদের নিয়ন্ত্রণে আমাদের ক্রিকেট। আমরা চেষ্টা করেছি আমাদের সেরা ক্রিকেট খেলার। আমার কাছে মনে হয়েছে আমরা ভালো ক্রিকেট খেলেছি। আজকের ব্যাটিং আমরা ভালো করিনি। আমরা পুরো সিরিজ বোলিং করেছি। আজকে কিছুটা খারাপ হয়েছে। তবে এটা হয়েই থাকে কোনও ম্যাচে। কিছু কিছু সময় আপনার উন্নতি করলেও আপনার আরও উন্নতির জায়গা থাকবে। আমরাও জানি আমাদের কোথায় দুর্বলতা আছে। আমি মনে করি এ মুহূর্তে আমরা সঠিক পথেই আছি।

সিরিজ জেতায় দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে পাঁচটি পরিবর্তন আনে বাংলাদেশ। শেষ ম্যাচে বিশ্রাম দেয়া হয় পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেনকে। তাদের জায়গায় ম্যাচ খেলেছেন নাসুম আহমেদ, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মিরাজ ও তানজিদ। এত পরিবর্তনের ম্যাচে হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া করতে হয়েছে বাংলাদেশকে।

হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া করলেও এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন লিটন, আমরা ভেবেছিলাম প্রথম দুই ম্যাচে যারা খেলেনি, তাদেরকে সুযোগ দিবো। সিরিজ হিসেবে যদি বলি, তাহলে এটা আমাদের জন্য ইতিবাচক একটা সিরিজ। আমার মনে হয় আমরা সঠিক পথেই আছি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়