Apan Desh | আপন দেশ

১৯ রানে ৫ উইকেট হারিয়ে ধুকছে পাকিস্তান 

ক্রীড়া ডস্ক

প্রকাশিত: ২০:৪০, ২২ জুলাই ২০২৫

আপডেট: ২০:৪৪, ২২ জুলাই ২০২৫

১৯ রানে ৫ উইকেট হারিয়ে ধুকছে পাকিস্তান 

ছবি: সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশের দেয়া ১৩৪ রানে লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। দলীয় ১৫ রান তুলতেই ৫ উইকেট হারায় সফরকারীরা। টাইগার পেসার শরীফুল ইসলাম ও তানজিম হাসান শাকিবের বোলিং তোপে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। শেষ খবর পাওযা পর্যন্ত ৫ উইকেটে ২০ রান সংগ্রহ করেছে তারা।

মঙ্গলবার (২২ জুলাই) মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রান করে বাংলাদেশ।

এদিন ইনফর্ম তানজিদ তামিমকে বিশ্রাম দিয়ে সুযোগ দেয়া হয়েছিল নাঈম শেখকে। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারে ফাহিম আশরাফকে স্কুপ করতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন নাঈম। সাজঘরে ফেরার আগে ৭ বল খেলে ৩ রান করেছেন নাঈম।

তিনে নেমে শুরুর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন অধিনায়ক লিটন দাস। তবে তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। রানের গতি বাড়াতে গিয়ে বড় শট খেলার চেষ্টা করেন। তাতেই যেন বিপদ ডেকে আনেন। সালমান মির্জাকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে ধরা পড়েন লিটন দাস।

ব্যর্থ হয়েছেন তাওহিদ হৃদয়ও। ইনিংসের পঞ্চম ওভারে রান আউটে কাটা পড়েন তিনি। পারভেজ ইমনের সঙ্গে ভুল বুঝাবুঝিতে রানের খাতা খুলার আগেই সাজঘরে ফিরতে হয় তাকে। হৃদয়ের আউটে কিছুটা হলেও দায় ছিল ইমনের। তাই বাড়তি দায়িত্ব ছিল তার ওপর। কিন্তু উল্টো দলের চাপ বাড়িয়ে পরের ওভারেই সাজঘরে ফেরেন ইমন। ১৪ বলে ১৩ রান করেন ইমন।

২৮ রানে চার উইকেট হারানোর পর বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তুলেন শেখ মেহেদি ও জাকের আলি। বিশেষ করে শেখ মেহেদি দুর্দান্ত ব্যাটিং করেছেন। সাম্প্রতিক সময়ে ধীরগতির ব্যাটিংয়ের জন্য সমালচিত হওয়া এ ব্যাটার আজ দারুণ ব্যাটিং করেছেন। ২৫ বলে ৩৩ রান করে মেহেদি ফিরলে ভাঙে ৫৩ রানের জুটি।

এরপরস শামীম হোসেন, তানজিম সাকিব ও রিশাদ হোসেনরা দ্রুত ফিরলেও এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেছেন জাকের। ৪৬ বলে স্পর্শ করেছেন ব্যক্তিগত ফিফটি। সবমিলিয়ে ৪৮ বলে করেছেন ৫৫ রান।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়