Apan Desh | আপন দেশ

বিক্ষোভের মুখে পদত্যাগ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৯, ৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৫:০৫, ৯ সেপ্টেম্বর ২০২৫

বিক্ষোভের মুখে পদত্যাগ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মার

সংগৃহীত ছবি

নেপালে চলমান তীব্র বিক্ষোভ ও সহিংস আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। টানা দুই দিনের বিক্ষোভে দেশটির পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবনেও আগুন দিয়েছে।

কেপি শর্মা ওলি এক বিবৃতিতে জানিয়েছেন, চলমান সংকটের সংবিধানসম্মত সমাধানের পথ সুগম করার জন্য তিনি পদত্যাগ করেছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বিক্ষোভকারীরা নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌদেল ও প্রধানমন্ত্রী ওলির ব্যক্তিগত বাসভবনে আগুন দেয়। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে ভাঙচুর করছে।

আরও পড়ুন>>>নেপালে এবার প্রধানমন্ত্রীর পদত্যাগের ডাক

নেপালের সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ও শের বাহাদুর দেউবার বাড়িতেও হামলার খবর পাওয়া গেছে। দেশের এ পরিস্থিতিতে ওলির ওপর পদত্যাগের চাপ বাড়ছিল। এর ফলে অনেক মন্ত্রী পদত্যাগ করেছেন। অন্যদিকে, ভারত নেপালে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকার আহবান জানিয়েছে।

‘জেন জি’ আন্দোলনের ওপর নিরাপত্তা বাহিনীর বলপ্রয়োগের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ অবস্থায় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। তিনি বলেছিলেন, এ সংকটের একমাত্র সমাধান হলো আলোচনা। কিন্তু শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিতে হয়েছে।

কাঠমান্ডু ছাড়াও নেপালের বিভিন্ন জেলায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা রাজনৈতিক নেতাদের বাসভবন ও দলীয় কার্যালয়ে হামলা চালাচ্ছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দেশের উত্তেজনা আরও বেড়েছে। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদত্যাগ আন্দোলনকারীদের শান্ত করতে পারে বলে মনে করা হচ্ছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়