Apan Desh | আপন দেশ

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার মালিক লিটন দাস

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:১৪, ১২ সেপ্টেম্বর ২০২৫

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার মালিক লিটন দাস

লিটন দাস। ছবি সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার মালিক লিটন কুমার দাস। মাহমুদউল্লাহ রিয়াদকে টপকে এ রেকর্ড গড়েছেন তিনি। ১১১ ম্যাচে ক্যারিয়ারে ৭৮ ছক্কায় এককভাবে এ তালিকায় এক নম্বর স্থান নিজের করে নেন লিটন।

শুধু তাই নয়, এশিয়া কাপে হংকং ম্যাচে একাধিক রেকর্ডের মালিক হলেন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে টাইগারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় উঠে এসেছেন দুই নম্বরে।

তবে এমন অর্জনে রয়েছে ভিন্ন অভিজ্ঞতা। বছর দেড়েক ধরে আলোচনা ও সমালোচনার কেন্দ্রে ছিলেন লিটন কুমার দাস। রানে না থাকায় একাধিকবার দল থেকেও হারাতে হয়েছিল জায়গা। তবে লিটনই ফিরলেন ভিন্ন এক রূপে। সমালোচনার জবাব যেমন ডিফেন্স করলেন সতর্কতার সঙ্গে,তেমনি ব্যাট হাতে তৈরি করলেন নতুন মাইলফলক।

এশিয়া কাপে হংকং ম্যাচে ৫৯ রানের ইনিংস খেলার পথে গড়লেন অনন্য এক কীর্তি। টি-টোয়েন্টিতে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকার শীর্ষে উঠলেন এ উইকেটরক্ষক-ব্যাটার। এদিন মাহমুদউল্লাহ রিয়াদের সর্বোচ্চ ৭৭ ওভার বাউন্ডারির রেকর্ড টপকে যান লিটন কুমার দাস।

আরওপড়ুন<<>>দাপুটে জয়ে এশিয়া কাপে উড়ন্ত সূচনা লিটনদের

হংকং ম্যাচে কেবল এ কীর্তিতেই সন্তুষ্ট থাকেননি লিটন কুমার দাস। নাম তুলেছেন একাধিক রেকর্ড বুকেও। টাইগারদের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান সংগ্রাহকের তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন এ উইকেটরক্ষক-ব্যাটার। এখানেও মাহমুদউল্লাহকে পেছনে ফেলেছেন তিনি। ২,৪৯৬ রান নিয়ে লিটনের সামনে আছে কেবল সাকিব আল হাসান।

সে সঙ্গে এশিয়া কাপের টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের দিক থেকেও দুই নম্বরে উঠে এসেছেন লিটন। পেছনে ফেলেছেন মোসাদ্দেক সৈকত ও সৌম্য সরকারকে। তার আগে আছেন ২০১৬ সালের আসরে শ্রীলঙ্কার বিপক্ষে ৮০ রান করেছিলেন সাব্বির রহমান।

টি-টোয়েন্টিতে বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ রান-

সাকিব আল হাসান — ২৫৫১ রান (১২৯ ম্যাচ)

লিটন দাস — ২৪৯৬ রান (১১১ ম্যাচ)

মাহমুদউল্লাহ রিয়াদ — ২৪৪৪ রান (১৪১ ম্যাচ)

তামিম ইকবাল — ১৭০১ রান (৭৪ ম্যাচ)

মুশফিকুর রহিম — ১৫০০ রান (১০২ ম্যাচ)

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়