
গ্যালারিতে প্রেমিক জর্জিয়স ফ্রানগুলিসকে চুমু খাচ্ছেন আরিনা সাবালেঙ্কা
সময়টা ভাল যাচ্ছিল না আরিনা সাবালেঙ্কার। সাবেক প্রেমিক কনস্টানটাইন কলসভের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন তিনি। তবে নতুন প্রেমিকের অনুপ্রেরনায় আস্তে আস্তে নিজেকে ফেরার মিশনে তৈরি করে। তবুও অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হেরেছিলেন সাবালেঙ্কা। হেরেছিলেন উইম্বলডনের সেমিফাইনালেও। অবশেষে ইউএস ওপেন নারী এককের ফাইনালে নিজেকে ফিরে পেলেন। যুক্তরাষ্ট্রের আমান্দা আনিসিমোভাকে ৬-৩, ৭-৬ (৭-৩) গেমে হারিয়ে জিতলেন ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্লাম শিরোপা।
এরপর শাপমুক্তির আনন্দে সাবালেঙ্কা দৌড়ালেন গ্যালারিতে। সেখানে ছিলেন প্রেমিক জর্জিয়স ফ্রানগুলিস। তাকে সেখানেই আলিঙ্গন করে চুমু খেলেন সাবালেঙ্কা।
ব্রাজিলের নাগরিক ফ্রানগুলিস ব্যবসায়ী। গ্যালারি থেকে সাবালেঙ্কাকে উৎসাহ দিচ্ছিলেন তিনি। দুজনের আলিঙ্গনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। পরে সাংবাদিক সম্মেলনে সাবালেঙ্কা জানিয়েছেন, ফ্রানগুলিসের বিপক্ষে বাজি জিতেছেন তিনি। সাবালেঙ্কা হাসতে হাসতে বলছিলেন, ওর সঙ্গে বাজি ধরেছিলাম, যদি আমি ইউএস ওপেন জিততে পারি, তা হলে এ ট্রফির উল্কি ও নিজের পেছনে করাবে। আমি বাজি জিতে গেছি!
আরওপড়ুন<<>>চার বছর পর কাঠমান্ডুতে বাংলাদেশের ড্র
২০২৪ সালে সাবালেঙ্কার সাবেক প্রেমিক কনস্টানটাইন কলসভের মৃত্যু হয়। তদন্তে জানা যায়, আত্মঘাতী হয়েছেন তিনি। কসলভ আইস হকি খেলতেন। তার মৃত্যু সাবালেঙ্কাকে ধাক্কা দিয়েছিল। কয়েক মাস কোর্টে নামতে পারেননি তিনি। ধীরে ধীরে আবার খেলায় ফেরেন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা। তখনই ফ্রানগুলিসের সঙ্গে তার পরিচয়। বেশ কয়েকটি সাক্ষাৎকারে সাবালেঙ্কা জানিয়েছেন, সে কঠিন পরিস্থিতি থেকে তাকে বার করে এনেছিলেন ফ্রানগুলিস।
অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হারের পর ইউএস ওপেন জেতা কতটা কঠিন ছিল সেটাও জানালেন সাবালেঙ্কা, সে দুই ফাইনালে আমি আমার আবেগের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছিলাম। আমি চাইনি এবারও তা ঘটুক। কিছু মুহূর্তে নিয়ন্ত্রণ হারানোর কাছাকাছি চলে গিয়েছিলাম, তবে শান্ত থেকেছি শেষ পর্যন্ত।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।