Apan Desh | আপন দেশ

‘গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৪, ১৩ সেপ্টেম্বর ২০২৫

‘গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য’

ছবি: সংগৃহীত

জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, আমাদের মধ্যে আদর্শগত ও রাজনৈতিক কৌশলগত মতভেদ থাকলেও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যটা আমরা যেন ধরে রাখি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন সালাহউদ্দিন আহমেদ। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, আমাদের রাষ্ট্রটার ৫৪ বছর হয়ে গেছে। যদি আমরা স্ট্যাবল একটা রাষ্ট্র চাই, সামনে অনাগতকাল বা ইনফিনিটিভ পিরিয়ড পর্যন্ত এ রাষ্ট্রটা যাতে বহাল থাকে, স্বাধীনতা থাকে, সেজন্য আমাদের জাতীয় ঐক্য দরকার।

আরওপড়ুন<<>>‘সাম্প্রদায়িক উত্থানের কারণে বাড়ছে মবের ঘটনা’

জাতীয় প্রশ্নে জাতীয় ঐক্য প্রয়োজন। সে সুযোগ দিয়েছে জুলাই আন্দোলন। নানাবিধ মতভেদ থাকলেও এ শক্তি সমুন্নত রাখতে হবে, যোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

তিনি বলেন, সাংবিধানিক সংস্কারসহ অন্যান্য সংস্কার যারা এখনই চাচ্ছেন, তাদের উদ্দেশ্য ভিন্ন!

সালাহউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রকে অনেক রক্তের বিনিময়ে একটি ট্র্যাকে উঠানো হয়েছে। এখন সাংবিধানিক আইনি কাঠামোয় রূপ দেয়া প্রয়োজন। জনগণ ও ’২৪-এর গণ-অভ্যুত্থানের অভিপ্রায় হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়