
রানের জন্য দোৗড়াচ্ছেন লিটন দাস ও তাওহীদ হৃদয়
টি-টোয়েন্টি সংস্করণে টানা তিনটি সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে এশিয়া কাপে খেলতে গেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে জয়ের সে ধারাবাহিকতায় অব্যাহত রেখেছে লাল সবুজের প্রতিনিধিরা। হংকংকে বড় ব্যবধানে হারিয়ে ‘এশিয়ার বিশ্বকাপে’ উড়ন্ত সূচনা করেছে লিটন দাসের দল।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে 'বি' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ৭ উইকেট হারিয়েছে টাইগাররা। ১৪ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে বাংলাদেশ দল।
১৪৪ রানের লক্ষ্যে খেলতে নেমে জয়ের ভিত গড়ে দেন লিটন দাস (৫৯) ও তাওহীদ হৃদয় (৩৫*)। টাইগার অধিনায়ক ৩৩ বলে পূর্ণ করেন ফিফটি। শেষ পর্যন্ত দলকে জয়ের কাছে রেখে ৩৯ বলে ৬টি চার ও ১টি ছয়ের মারে ৫৯ রানে ফিরেছেন তিনি। তার পর বাকি কাজটা সারেন তাওহীদ হৃদয়। ১৪ বল হাতে রেখেই ম্যাচ শেষ করেন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ৯৪ রানে গুটিয়ে যাওয়া হংকংয়ের দ্বিতীয় ম্যাচের ব্যাটিং ছিল তুলনামূলক ভালো। জিশান আলীর ৩০, নিজাকাত খানের ৪২ আর অধিনায়ক ইয়াসিম মুর্তজার ঝোড়ো ২৮ রানে পায় লড়াইয়ের মতো পুঁজি—৭ উইকেটে ১৪৩ রান। কিন্তু লিটন-হৃদয়ের ৯৫ রানের জুটি ম্যাচটিকে সহজ করে দেয় বাংলাদেশের জন্য। ম্যাচ জেতাতে লিটন আবার বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার (৭৮) রেকর্ডও গড়েন। পেছনে ফেলেন মাহমুদউল্লাহকে। ম্যাচসেরাও হন লিটন।
আরও পড়ুন <<>>দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল
বল হাতে হংকংয়ের হয়ে আলো ছড়ান মিডিয়াম পেসার আতিক ইকবাল। ১৪ রানে ২ উইকেট নেন তিনি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে হংকংয়ের শুরুটা ভাল হয়নি। দুই ওপেনারের দ্রুত বিদায় আর জিশান আলী (৩০) ও নিজাকাত খানের (৪২) ধীর গতির ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়ে চাপ সামলান জিশান-নিজাকাত। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে তাদের স্ট্রোক খেলার প্রবণতাও। তার পর অধিনায়ক ইয়াসিম মুর্তজা ১৯ বলে ঝোড়ো ২৮ রান করে ঝলক দেখালেও শেষদিকে উইকেট হারাতে থাকলে গতি হারায় হংকংয়ের ইনিংস।
বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে নজরকাড়েন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করে ২১ রানে নেন ২ উইকেট। সমান উইকেট শিকার করেন তাসকিন আহমেদ।
লেগ স্পিনার রিশাদ হোসেনকে আনা হয় পাওয়ার প্লের পর। তাকে সামলাতে সুইপ-রিভার্স সুইপের কৌশল নেন হংকং ব্যাটাররা। রিশাদ মূলত শেষ ওভারেই সাফল্য পেয়েছেন। নিজাকাতকে লং-অনে ক্যাচ আউট করান, পরের বলেই এলবিডাব্লিউ করেন কিঞ্চিত শাহকে। শুরুটা ধীর গতির হলেও হংকং শেষ ছয় ওভারে ৫৪ রান যোগ করে সম্মানজনক স্কোরে পৌঁছাতে পারে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।