Apan Desh | আপন দেশ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো রাশিয়া, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১০:৫৫, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৩:০৮, ১৩ সেপ্টেম্বর ২০২৫

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো রাশিয়া, সুনামি সতর্কতা

ছবি: সংগৃহীত

ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূল। অঞ্চলটিতে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হেনেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, ইউএসজিএস জানায়- ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে ১১১.৭ কিলোমিটার (৬৯.৩ মাইল) পূর্বে এবং ৩৯ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন<<>>ভেঙে দেয়া হলো সংসদ, নেপালে নির্বাচন ৫ মার্চ 

এ ঘটনায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে। প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটারের (১৮৬ মাইল) মধ্যে উপকূলে ‘বিপজ্জনক’ঢেউ আছড়ে পড়তে পারে।

গত জুলাইয়ে একই অঞ্চলে আঘাত হানে ৮ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়