Apan Desh | আপন দেশ

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৪৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৮, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৯:৫০, ১৩ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৪৭

ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে অন্তত ৩৫ জন ‘ভারত মদদপুস্ট সন্ত্রাসীকে’ হত্যা করেছে দেশটির সেনারা। এ সময় প্রতিপক্ষের গুলিতে ১২ জন সেনা নিহত হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে শনিবার (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত দুটি আলাদা অভিযানে এ হতাহতের ঘটনা ঘটে। বাজউর জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সেনারা সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালায়। টানা গোলাগুলির পর নিহত হয় ২২ সন্ত্রাসী।

আরওপড়ুন<<>>শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো রাশিয়া, সুনামি সতর্কতা

অপরদিকে, দক্ষিণ ওয়াজিরিস্তানে পরিচালিত পৃথক অভিযানে আরও ১৩ সন্ত্রাসী নিহত হয়। এ সময় তীব্র গোলাগুলিতে ১২ জন পাক সেনা নিহতহন। তবে এ অভিযানকে পাক সেনাদের অন্যতম সাফল্য হিসেবে বর্ণনা করেছে আইএসপিআর।

বিবৃতিতে বলা হয়, অভিযানে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। নিহতরা ভারত-সমর্থিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলেও উল্লেখ করা হয় এতে।

আইএসপিআর আরও জানায়, গোয়েন্দা প্রতিবেদনে নিশ্চিত হওয়া গেছে, এসব হামলায় আফগান নাগরিকরাও জড়িত ছিল। বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে, ফিতনা আল-খাওয়ারিজ গোষ্ঠী আফগান ভূমি ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, যা উদ্বেগজনক। পাকিস্তান আশা করে, আফগান সরকার দায়িত্বপূর্ণ আচরণ করবে। তাদের ভূমি সন্ত্রাসের জন্য ব্যবহার করতে দেবে না। সূত্র: জিও নিউজ

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়