Apan Desh | আপন দেশ

লন্ডনে তথ্য উপদেষ্টার ওপর হামলার চেষ্টা আ.লীগ নেতাকর্মীদের

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১০:২৬, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১২:৪৭, ১৩ সেপ্টেম্বর ২০২৫

লন্ডনে তথ্য উপদেষ্টার ওপর হামলার চেষ্টা আ.লীগ নেতাকর্মীদের

ছবি: সংগৃহীত

লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনার শেষে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে লন্ডনের ব্লুমসবারি এলাকায় অবস্থিত সোয়াস বিশ্ববিদ্যালয় (দ্য স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে এ সেমিনারের আয়োজন করেছিল বাংলাদেশ হাইকমিশন।

সেমিনার শেষে হাইকমিশনের কালো রঙের বিএমডব্লিউ গাড়ি ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় কয়েকজন আওয়ামী লীগ কর্মী গাড়ির ওপর ডিম নিক্ষেপ করেন। এমনকি কয়েকজন কর্মী গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন। তবে পুলিশের হস্তক্ষেপে সে প্রচেষ্টা ব্যর্থ হয়।

আরও পড়ুন<<>>‘ডাকসু-জাকসু নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে’

এদিকে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের দাবি, গাড়িটির ভেতরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন না। হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন গণমাধ্যমকে জানান, কর্মীরা ভেবে নিয়েছিলেন গাড়িটিতে তথ্য উপদেষ্টা আছেন। কিন্তু তিনি অন্য রাস্তায় অন্য গাড়িতে করে সোয়াস ত্যাগ করেন।

পরে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ‘জুলাই গণ–অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক আলোচনায় মাহফুজ আলম বলেন, আজ আমি আওয়ামী লীগের আক্রমণের একদম কাছাকাছি ছিলাম।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়