Apan Desh | আপন দেশ

জাকসুর পাঁচ হলের ফলাফল প্রকাশ

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫

জাকসুর পাঁচ হলের ফলাফল প্রকাশ

ছবি: আপন দেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত ২১ হলের মধ্যে ১৭টি হলের ভোট গণনা শেষ হয়েছে। এ সময় ৫ হলের ভিপি, জিএস ও এজিএস পদে অনানুষ্ঠানিকভাবে জয়ী প্রার্থীরা ঘোষণা করা হয়েছে।

পাঁচ হলের ফলাফল:
মীর মশাররফ হোসেন হল: ভিপি পদে জয়ী জুবায়ের শাবাব (১৯১ ভোট), জিএস পদে শাহরিয়া নাজিম রিয়াদ (১৯২ ভোট), এজিএস পদে আরাফাত (১৭৯ ভোট)।

শহীদ সালাম-বরকত হল: ভিপি পদে মারুফ, জিএস পদে মো. মাসুদ রানা মিষ্টু।

আরও পড়ুন<<>>চার প্যানেলের বর্জন, জাকসু ভোটের ফল প্রকাশ দুপুরে

১০ নং ছাত্র হল (সাবেক মুজিব হল): ভিপি পদে আসিফ মিয়া, জিএস পদে মেহেদি হাসান, এজিএস পদে নাদিম মাহমুদ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল: ভিপি পদে মো. রাকিবুল ইসলাম, জিএস পদে আলী আহমদ, এজিএস পদে লাবিব।

আ ফ ম কামালউদ্দিন হল: ভিপি পদে জয়ী দর্শন বিভাগের জিএম রায়হান কবীর।

নির্বাচনে অংশ নিয়েছেন ১১ হাজার ৭৫৯ জন ভোটার, যার মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন এবং যুগ্ম সম্পাদক (এজিএস) পদে ১৬ জন প্রার্থী রয়েছেন। নারী প্রার্থীর সংখ্যা ৬।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়