Apan Desh | আপন দেশ

‘সাম্প্রদায়িক উত্থানের কারণে বাড়ছে মবের ঘটনা’

নিজস্ব প্রতিবিদেক

প্রকাশিত: ১৮:২৩, ১৩ সেপ্টেম্বর ২০২৫

‘সাম্প্রদায়িক উত্থানের কারণে বাড়ছে মবের ঘটনা’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ফ্যাসিবাদ থেকে মুক্তি পেলেও সাম্প্রদায়িক উত্থানের কারণে দেশে মবের ঘটনা বাড়ছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে ‘জুলাই বিপ্লব এবং আগামীর গণতন্ত্র ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আরওপড়ুন<<>>‘জাতি হিসেবে বরাবরই আমরা সুবিধাবাদী-স্বার্থপর’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, রাষ্ট্রব্যবস্থাকে গণতন্ত্রের পথে না রাখা গেলে সাম্প্রদায়িকতা ফ্যাসিবাদের চেয়ে দিগুণ হবে। ফ্যাসিবাদ ও মৌলবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে চাইলে জনগণের জন্য রাজনীতি করতে হবে।

তিনি বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে। ধর্মে যেটা পাপ, আধুনিক রাষ্ট্রের আইনে সেটা অন্যায়। ধর্মের সঙ্গে রাষ্ট্রব্যবস্থার সাংঘর্ষিক নয়। কিন্তু অপব্যাখ্যা রয়েছে। 

এ সময় অন্তর্বর্তী সরকার সংস্কার করতে করতে এখন কুসংস্কারের পথে এগোচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়