Apan Desh | আপন দেশ

এশিয়া কাপে আজ বাংলাদেশের সামনে শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৬, ১৩ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপে আজ বাংলাদেশের সামনে শ্রীলঙ্কা

বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের অধিনায়ক

হংকংকে উড়িয়ে এশিয়া কাপে দুরন্ত সূচনা করেছে লিটন দাস-তাওহীদ হৃদয়রা। একইসঙ্গে জয়ের ধারা বজায় রেখেছে টাইগাররা। এবার লাল সবুজ দলের সামনে লঙ্কান সিংহরা। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে জয় পেলে সুপার ফোরের পথে এগিয়ে থাকবে ফিল সিমন্সের শিষ্যরা। 

ইদানিং শ্রীলঙ্কা-বাংলাদেশের ম্যাচ মানেই অন্যরকম উত্তেজনা। সাম্প্রতিক পারফরম্যান্সে দুই দলই এখন প্রায় সমানে সমান। তবে কদিন আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হারানোর সুখস্মৃতি আছে। ফলে একটু বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। 

টাইগাররা শুভ সূচনা করলেও শ্রীলঙ্কা এখনও এশিয়া কাপে ম্যাচ খেলেনি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই তারা এ টুর্নামেন্ট শুরু করবে। এ ম্যাচের আগেও তাই দুই দলের দ্বৈরথের বিষয়টি উঠে এসেছে। মূলত ২০১৮ সালের নিদাহাস ট্রফির পর থেকেই দুই দলের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। এরপর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট যোগ করেছে বাড়তি উন্মাদনা। 

আরও পড়ুন<<>>দাপুটে জয়ে এশিয়া কাপে উড়ন্ত সূচনা লিটনদের

এশিয়া কাপের সুপার ফোরে যেতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে  তানজিম হাসান সাকিব জানিয়েছেন তারা দ্বৈরথ নিয়ে ভাবছেন না। বাংলাদেশের কাছে ম্যাচ জেতাই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দ্বৈরথ আসলে থাকবেই। একটা টুর্নামেন্টে আপনি যে দলের বিপক্ষেই খেলেন না কেন জেতাটা মুখ্য বিষয়। এটা হোক শ্রীলঙ্কা, আফগানিস্তান, হোক ভারত- পাকিস্তান। সুতরাং আমরা মাঠে জেতার জন্যই মাঠে নামব। দ্বৈরথ আমার কাছে এগুলো কোনো কিছু মুখ্য বিষয় না। ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ।

সর্বশেষ কয়েক বছরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ আলাদা একটা মাত্রা যোগ করেছে। ২০১৮ সালের নিদাহাস ট্রফির পর থেকেই লড়াইটা জমতে শুরু করেছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট আগুনে যেন ঘি ঢেলে দিয়েছে। 

এশিয়া কাপের সুপার ফোরে যেতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেতেই চাইবে বাংলাদেশ। কারণ লিটনদের শেষ ম্যাচ আফগানিস্তানের সঙ্গে। বাংলাদেশ একটি ম্যাচ খেললেও এখনও মাঠে এ ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক সময়ে খেলার নামার সুযোগ হয়নি শ্রীলঙ্কার। চারিথ আসালাঙ্কা- অভিজ্ঞতা বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে বিশ্বাস তানজিমের। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়