
প্রাণি ও প্রাণের মেলা অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান
সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য পশুত্ব বর্জন ও মনুষ্যত্ব অর্জনের অঙ্গীকার করার আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দেড় দশকেরও বেশি সময় ধরে নাগরিক হিসেবে সব গণতান্ত্রিক-রাজনৈতিক অধিকার হারানোয় অনেকের মনে এক ধরনের অসহিষ্ণুতা জন্ম নিয়েছে বলেও জানান তিনি।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে প্রাণি ও প্রাণের মেলা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, গণতন্ত্রহীনতা সমাজে অসহিষ্ণুতা বাড়িয়ে দিচ্ছে, যা কাটিয়ে উঠতে হলে মানবিক গুণাবলি বিকশিত করতে হবে।
আরওপড়ুন<<>>‘গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের অনেকের মনে অসহিষ্ণুতা জন্ম নিয়েছে। রাষ্ট্রে গণতন্ত্র এবং শুদ্ধাচার বিদ্যমান থাকলে বাস্তবিকভাবেই বাস্তুতন্ত্র নিরাপদ থাকে। তাই মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার।
তারক রহমান আরও বলেন, মানুষের অধিকার রক্ষা করতে পারলে পশু-পাখির অধিকারও রক্ষা করা সম্ভব। রাষ্ট্র যখন মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তখন আমরা প্রাণি রক্ষা নিয়ে আলোচনা করছি–এটিই বাস্তবতা।
প্রাণি সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মানুষ তার নিজের প্রয়োজনে প্রাণিদের বাঁচিয়ে রাখা দরকার। শুধু আইন প্রণয়ন করলেই হবে না, প্রাণির নিরাপত্তা নিশ্চিত করতে সমাজে সচেতনতা গড়ে তুলতে হবে।
প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে পশু-পাখি সংরক্ষণে সময়োপযোগী আইন করা হবে। এছাড়া জীববৈচিত্র্য রক্ষায় ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা হবে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।