
ছবি: সংগৃহীত
‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় চরিত্র ছিল ‘শুভ’ এবং ‘অন্তরা’। তাদের রসায়ন দর্শকের কাছে এখনও আলোচনার বিষয়। ধারাবাহিকটিতে ওই দুটি চরিত্রে অভিনয় করেছিলেন মিশু সাব্বির ও ফারিয়া শাহরিন। তবে দীর্ঘদিন পরিএবার তাদের দেখা মিলল একসঙ্গে। তবে নাটকে নয়, মালয়েশিয়ার কুয়ালালামপুরে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেন মিশু সাব্বির। সেখানে দেখা যায়, মালয়েশিয়ার বুকিত বিনতাং এলাকায় ফারিয়া শাহরিনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন মিশু। নানা ভঙ্গিতে ছবি তুলেছেন এ জুটি।
ক্যাপশনে মিশু সব্বির লেখেন—অন্তরা যখন বিদেশ ঘুরে শুভর সঙ্গে।
আরওপড়ুন<<>>নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছেন সামান্থা
ছবিগুলো প্রকাশ হতেই মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। অনেকে লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্টে আবার একসঙ্গে দেখতে চাই।’ কেউ কেউ মন্তব্য করেছেন, ‘বাস্তব জীবনেও শুভ-অন্তরার কেমিস্ট্রি দেখতে ভালো লাগছে।’
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে মিশু সাব্বির কানাডায় পরিবারসহ অবস্থান করছিলেন। সেখান থেকেই কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। হঠাৎ করেই এবার মালয়েশিয়ায় অভিনেত্রী ফারিয়ার সঙ্গে একসঙ্গে ভ্রমণের মুহূর্ত ভাগ করে নিয়ে ভক্তদের আলোচনায় ফিরলেন এ অভিনেতা।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।