Apan Desh | আপন দেশ

দেহব্যবসা করানোর অভিযোগে অভিনেত্রী গ্রেফতার!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৭, ৭ সেপ্টেম্বর ২০২৫

দেহব্যবসা করানোর অভিযোগে অভিনেত্রী গ্রেফতার!

ছবি: সংগৃহীত

বেরিয়ে এলো রঙিন সিনেমা জগতের পর্দার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার জীবনের ভয়ঙ্কর বাস্তবতা। সিনেমায় কিংবা নাটকে অভিনয়ে আসা নতুন অভিনেত্রীদের জোরপূর্বক পাঠানো হয় দেহব্যবসার মতো নিষিদ্ধ দুনিয়ায়। এমন অভিযোগ উঠেছে বাংলা সিনেমার অভিনেত্রী আনুশকা মনি মোহন দাসের নামে। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

ভারতীয় গণমাধ্যম এ সময়ের প্রতিবেদনে জানা যায়, মহারাষ্ট্রের থানে জেলার কাশিমীরা অঞ্চলে চলে অন্ধকার জগতের এ নিষিদ্ধ কাজ। আর এ কাজে সহায়তা করেন অভিনেত্রী আনুশকা।

আনুশকার বিরুদ্ধে অভিযোগ, তিনি সুপরিকল্পিতভাবে তরুণীদের অভিনয় জগতে পা রাখার স্বপ্ন দেখান। এরপরই সুযোগ বুঝে ঠেলে দেন দেহব্যবসার চক্রে। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) মুম্বাই পুলিশ এ তথ্য সংবাদমাধ্যমে প্রকাশ করলে তা নাড়িয়ে দেয় পুরো বিনোদন জগতের ভিত।

আরওপড়ুন<<>>ঘনিষ্ঠ সম্পর্কের প্রস্তাব দিয়ে অভিনেত্রীকে মেসেজ, অতঃপর…

এ বিষয়ে বসই-ভিরার অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মদন বল্লাল বলেন, অভিনেত্রী আনুশকার নামে অভিযোগ পাওয়ার পর তাকে হাতেনাতে আটকের পরিকল্পনা করি। দুই ছদ্মবেশীকে ক্রেতা হিসেবে আনুশকার কাছে পাঠাই।

তিনি আরও বলেন, ওই অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ হলে তিনি মুম্বাই–আমেদাবাদ হাইওয়ের ধারে একটি বিলাসবহুল মলে দেখা করতে বলেন। নির্ধারিত স্থানে ছদ্মবেশী ক্রেতারা অভিনেত্রীকে টাকা দেয়ার সময় হাতে-নাতে আমাদের টিম আনুশকাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় টিভি সিরিয়াল ও বাংলা সিনেমার দুই অভিনেত্রীকে উদ্ধার করা হয়। যারা দেহব্যবসা চক্রের শিকার। বর্তমানে তাদের শারীরিক ও মানসিক সহায়তা দিতে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়