Apan Desh | আপন দেশ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৫

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

হংকংকে উড়িয়ে এশিয়া কাপে দুরন্ত সূচনা করেছে লিটন দাস-তাওহীদ হৃদয়রা। তাই সুপার ফোরের পথ প্রশস্ত করতে টাইগারদের জন্য আজকের ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ। এমন ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করছে বাংলাদেশ।

বুধবার (১৩ সেপ্টেম্বর) আবু ধাবীর জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। আজ একাদশে পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ পুরোপুরি ফিট না থাকায় তাকে একাদশে রাখা হয়নি। তার পরিবর্তে একাদশে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম।

আরওপড়ুন<<>>টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার মালিক লিটন দাস

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: পথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিল মিশারা, কুশল পেরেরা, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুশমান্থা চামেরা, নুভান ও ফেরানুস।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়