
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ছেলেকে মারধরের প্রতিবাদ করায় মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের সেনারবাদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম খাইরুন বেগম (৪৫)। তিনি ওই গ্রামের ধনু মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুদিন আগে একই গ্রামের মাওলা, আজমীর, সবুজ ও আনোয়ার নামে চার যুবক একটি অপরিচিত মেয়েকে নিয়ে এলাকায় ঘোরাঘুরি করে। এ সময় খাইরুন বেগমের ছেলে হৃদয় তাদের কাছে মেয়েটির পরিচয় জানতে চান। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তারা হৃদয়কে মারধর করে আহত করেন।
আরওপড়ুন<<>>পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হব: শাহজাহান
শনিবার দুপুরে খাইরুন বেগম প্রতিপক্ষের কাছে তার ছেলেকে মারধর করার কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে খাইরুন বেগমসহ সাতজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খাইরুন বেগম মারা যান।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।