
ছবি: সংগৃহীত
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। শুরু থেকেই বাংলাদেশি বোলারদের আক্রমণাত্মক বোলিংয়ে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারী দল। শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচ উইকেটে ৫৪ রান করেছে পাকিস্তান।
টাইগার বোলারদের মধ্যে তাসকিন আহমেদ, শেখ মেহেদী, মোস্তাফিজুর রহমান ও তানজিম শাকিব একটি করে উইকেট নেন।
রোববার (২০ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হয় ম্যাচটি।
আরওপড়ুন<<>>মিরপুরে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
আজ পাকিস্তানের বিপক্ষে এ ম্যাচে বাংলাদেশ আজ মাঠে নামছে একাদশে তিন পেসার নিয়ে। তাসকিন আহমেদের সঙ্গে থাকছেন তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে থাকবেন পারভেজ ইমন। এছাড়া ব্যাটংয়ে আরও থাকছেন তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নওয়াজ, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আবরার আহমেদ।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।