Apan Desh | আপন দেশ

ব্রাজিল জাতীয় দলের কোচের এক বছরের কারাদণ্ড

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২২:২৯, ৯ জুলাই ২০২৫

আপডেট: ২২:৪০, ৯ জুলাই ২০২৫

ব্রাজিল জাতীয় দলের কোচের এক বছরের কারাদণ্ড

কার্লো আনচেলত্তি

স্পেন ছেড়ে মাস কয়েক আগেই ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে যোগদান করেছেন কার্লো আনচেলত্তি। এরই মাঝে দু:সংবাদ পেলেন তিনি। কর ফাঁকির মামলায় আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে স্পেনের আদালত।

রিয়াল মাদ্রিদের সাবেক এ কোচের নামে এখনো মামলা আছে স্পেনের আদালতে। সে পুরোনো মামলায় এবার তাকে শাস্তি দিয়েছে আদালত।

কর ফাঁকির মামলায় আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে স্পেনের আদালত। তার বিরুদ্ধে মূলত এ কর ফাঁকির অভিযোগ আনা হয় ২০১৪ সাল। তখন তিনি প্রথম মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন।

আরওপড়ুন<<>>ট্রফি আমার অফিসেই, দিয়ে আসব: ট্রাম্প

২০১৪ থেকে ২০১৫ পর্যন্ত আনচেলত্তি ইমেজ-স্বত্ব বাবদ ১০ লাখ ইউরোর বেশি আয় করেন। যার ওপর কর দেননি বলে অভিযোগ করা হয়।

গত বছরের মার্চে আনচেলত্তির ৪ বছর ৯ মাসের কারাদণ্ড ও ৩২ লাখ ইউরো জরিমানার আবেদন করেন স্পেনের সরকারি কৌঁসুলিরা। তবে আনচেলত্তি এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে শাস্তি পেতেই হচ্ছে।

তবে স্পেনের আইন অনুযায়ী, অহিংস অপরাধে দুই বছরের কম কারাদণ্ডের শাস্তির ক্ষেত্রে সাধারণত কোনো অপরাধীকে জেলে যেতে হয় না। তবে সেক্ষেত্রে জরিমানা গুনতে হবে এ কোচকে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়