Apan Desh | আপন দেশ

সাবেক কোচকে ফিরিয়ে আনছে বাফুফে !

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৫, ২২ জুন ২০২৫

সাবেক কোচকে ফিরিয়ে আনছে বাফুফে !

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন হ্যাভিয়ের কাবরেরা। সম্প্রতি এ স্প্যানিশ কোচকে আর চাচ্ছে না ফুটবল সমর্থকরা। এমনকি বাফুফের একাধিক সদস্যও তাকে বিদায় করার পক্ষে। এ নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই শিরোনাম হলেন লোডভিক ডি ক্রুইফ। নেদারল্যান্ডসের এ ভদ্রলোক এক দশক আগে লাল সবুজ দলের প্রধান কোচ ছিলেন। 

২০১৫ সালে তৎকালীন বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে ক্রুইফের কোচিংয়ে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে মালয়েশিয়ার অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে হেরে ট্রফি জেতা হয়নি মামুনুলদের। এরপর বাংলাদেশ ছাড়েন এ ডাচ কোচ। ১০ বছর পর আবারও বাংলাদেশের ফুটবলে সম্পৃক্ত হওয়া নিয়ে আলোচনায় এসেছেন ৫৫ বছর বয়সী ক্রুইফ। 

জানা গেছে, বাফুফের বর্তমান টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর মেয়াদ শেষ হচ্ছে চলতি জুনে। এ পদেই ক্রুইফকে নিয়োগ দিতে চাচ্ছে বাফুফে। পাশাপাশি তৎকালীন ক্রুইফের সহকারী রেনে কোস্টারকে বাফুফে এলিট একাডেমির দায়িত্বে আনা হতে পারে!

এক দশক আগে বাংলাদেশকে প্রেসিং ফুটবল খেলিয়ে চমক দেখিয়েছিলেন ক্রুইফ। জামাল ভূঁইয়াকে প্রথম বাংলাদেশ দলে খেলিয়েছেন তিনি। তবে তার সময়ে খেলোয়াড়দের ডিসিপ্লিন ইস্যু সামনে চলে এসেছিল। এ নিয়ে তখন তোলপাড় কম হয়নি। সে দায় পরোক্ষে ডাচ কোচ এড়াতে পারেননি। সবমিলিয়ে ২০১৩ সাল থেকে তিন বছর দায়িত্ব পালন করার পর বাংলাদেশ ছাড়তে হয়েছিল।

বকেয়া বেতন নিয়ে অবশ্য সহকারী রেনে কোস্টার ফিফার দ্বারস্থ হয়েছিলেন। পরবর্তীতে বড় অঙ্কের জরিমানাও দিতে হয়েছিল কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন বাফুফেকে। যদিও রেনে কোস্টারের সময় বয়সভিত্তিক দল কিছুটা সাফল্য পেয়েছিল। বাংলাদেশ থেকে সে সময় নেদারল্যান্ডসের ক্লাবে ট্রায়ালও দেয়ার ব্যবস্থা করেছিলেন কোস্টার।

বাংলাদেশ থেকে ডি ক্রুইফ চলে যাওয়ার পর থেকে সেভাবে কোচিংয়ে নিয়মিত ছিলেন কিনা তা উইকিপিডিয়া ঘেঁটে জানা যায়নি। ক্রুইফ সে সময় বলেছিলেন পারিবারিক ব্যবসা নিয়ে আছেন। অ্যামেচার একটি ক্লাবে কাজ করেছেন শুধু। তবে রেনে কোস্টার বিভিন্ন জায়গায় কোচিংয়ে যুক্ত ছিলেন।

এ দুজনকে বাংলাদেশের ফুটবলে নতুন করে যুক্ত হওয়া নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। ডি ক্রুইফ কিংবা কোস্টারের সঙ্গে যোগাযোগ করলে এ বিষয়ে কিছু বলতে চাননি।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সে সময় ছিলেন সহসভাপতি। এবার ক্রুইফ ও কোস্টার সম্পর্কে সভাপতি বলেছেন, যখন কিছু শেয়ার করার বা বলার থাকে, আমি নিজেই বলি অথবা বাফুফে থেকে অফিসিয়াল প্রেস নোট দেয়া হয়ে থাকে। আশা করি বিষয়টি স্পষ্ট। আপনাকে সরাসরি উত্তর দিতে পারছি না। 

বাফুফের অন্য একটি সূত্র বলছে, এখনও ডাচ কোচদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কিছু হয়নি। আলোচনা চলছে। তার আগেই চারদিকে আলোচনা!

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা