Apan Desh | আপন দেশ

পাকিস্তানে অভিজ্ঞতা কাজে লাগাতে চান শান্ত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩০, ২১ ফেব্রুয়ারি ২০২৫

পাকিস্তানে অভিজ্ঞতা কাজে লাগাতে চান শান্ত

বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

সংযুক্ত আরব আমিরাতে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ৬ উইকেটের হার থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে জয় পেতে চায় তারা। নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে হবে রাওয়ালপিন্ডিতে। লাল সবুজের প্রতিনিধিরা শুক্রবার (২১ ফেব্রুয়ারি) পাকিস্তানে যাচ্ছে। গত বছর এ ভেন্যুতে টেস্ট জিতেছিল বাংলাদেশ। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে জয় পেতে আত্মবিশ্বাসী নাজমুল হোসেন শান্তরা।

আগামী ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচ হারের পর শান্ত বলেছেন, আমরা সম্প্রতি পাকিস্তানে খেলেছি, তাই রাওয়ালপিন্ডির কন্ডিশনে ছেলেরা দ্রুত মানিয়ে নিতে পারবে।

ভারতের বিপক্ষে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতার পর তাওহীদ হৃদয় ও জাকের আলীর ইনিংসে বাংলাদেশ ২২৮ রানের সংগ্রহ পায়। মামুলি টার্গেটে ভারতকে কিছুটা হলেও চাপে রাখতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু মিস ফিল্ডিং ও কিছু ক্যাচ ধরতে না পারায় সেই সুযোগও হাতছাড়া করে বাংলাদেশ। শান্ত বলেছেন, হৃদয় ও জাকের দারুণ ব্যাটিং করেছে, তবে আমরা ফিল্ডিংয়ে কিছু ভুল করেছি। ক্যাচ হাতছাড়া ও রানআউট মিস না হলে ফলাফল ভিন্ন হতে পারতো। ভারতের স্পিনারদের বিপক্ষে হৃদয় ও জাকেরের ব্যাটিং সত্যিই প্রশংসনীয়। আশা করি, তারা এভাবেই পারফর্ম করতে থাকবে।

অনেকেই মনে করছেন, স্পিনবান্ধব কন্ডিশনে তিনজন পেসার না খেলিয়ে একজন বাড়তি স্পিনারের দরকার ছিল বাংলাদেশের। এ নিয়ে অবশ্য ভিন্ন মত পোষণ করেন শান্ত, একাদশে অতিরিক্ত স্পিনার দরকার ছিল কি না... আমি তা মনে করি না। নতুন বলে উইকেট পেলে ম্যাচের পরিস্থিতি অন্যরকম হতে পারত।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়