Apan Desh | আপন দেশ

ভারতের ৪০ বছরের রেকর্ড ভেঙে দিল যুক্তরাষ্ট্র

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২২:২৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২২:২৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ভারতের ৪০ বছরের রেকর্ড ভেঙে দিল যুক্তরাষ্ট্র

জয়ের পর যুক্তরাষ্ট্রের খেলোয়ারের উল্লাস

রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। সেটি আবারও প্রমাণ হয়ে গেল। আল আমেরাতে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ–টুয়ের ম্যাচে। আর এর মাধ্যমেই ৪০ বছর ধরে অটুট থাকা ভারতের এক ঐতিহাসিক রেকর্ড ভেঙে দিলো যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ওমানকে ৫৭ রানে হারিয়ে যুক্তরাষ্ট্র গড়ল নতুন ইতিহাস।

এদিন যুক্তরাষ্ট্র আগে ব্যাট করতে নেমে মাত্র ১২২ রানে অলআউট হয়। পূর্ণদৈর্ঘ্যের (ওভার কমানো হয়নি) ওয়ানডে ম্যাচে এত কম রান করেও জয়ের রেকর্ড এর আগে ছিল একমাত্র ভারতের দখলে। ১৯৮৫ সালে শারজায় চার জাতির টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ১২৫ রান করে ৩৮ রানের জয় পেয়েছিল ভারত। মঙ্গলবার সেই রেকর্ড ভেঙে দিলো যুক্তরাষ্ট্র।

এ ম্যাচে আরও একটি ব্যতিক্রম ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র–ওমান ম্যাচে বোলিং করা ৯ জন বোলারই ছিলেন স্পিনার। যা আন্তর্জাতিক ওয়ানডের ইতিহাসে প্রথম ঘটনা। ৪৬৭১টি আন্তর্জাতিক ওয়ানডের মধ্যে এবারই প্রথম কোনো পেসার একটিও বল করেননি। 

আজকের ম্যাচে ওমানকে মাত্র ৬৫ রানে গুটিয়ে দিতে যুক্তরাষ্ট্রের স্পিনার নস্টথুশ কেনজিগে ১১ রান দিয়ে ৫ উইকেট নেন।

ম্যাচে দুই দলের স্পিনাররা মোট ১৯ উইকেট নেন। যা ওয়ানডে ক্রিকেটে এক ম্যাচে স্পিনারদের সর্বোচ্চ উইকেট নেয়ার যৌথ রেকর্ড। ২০১১ সালে চট্টগ্রামে পাকিস্তান–বাংলাদেশ ম্যাচেও একই সংখ্যক উইকেট নিয়েছিলেন দুদলের স্পিনাররা। ওই ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের স্পিনাররা। আর ১০ উইকেটই নিয়েছিলেন পাকিস্তানের স্পিনাররা।  

যুক্তরাষ্ট্র–ওমান ম্যাচে দুই দল মিলে করেছে মাত্র ১৮৭ রান। তবে দুটি দলই অলআউট হওয়া ওয়ানডেতে সবচেয়ে কম রানের রেকর্ড এখনও ২০১৪ সালের বাংলাদেশ–ভারত ম্যাচের দখলে। যেখানে দুদল ৪১ ওভার খেলে করেছিল মাত্র ১৬৩ রান।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা