 
										সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ
জুলাই বিপ্লবে দেশে বিরাট পরিবর্তন এসেছে। বদলে গেছে সরকার, বদলেছে রাজনীতি। ক্রীড়াঙ্গণেও পরিবর্তনের ছোঁয়া লেগেছে। বিভিন্ন ক্রীড়া সংস্থার নেতৃত্ব পাল্টে গেছে। সে ধাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিবর্তন এসেছে। এবার ক্রিকেটারদের কেন্দ্রিয় চুক্তি পুনর্মূল্যায়ন হতে যাচ্ছে।
চলতি মাসেই ক্রিকেটারদের নতুন চুক্তি ঘোষণা করবে বিসিবি। কারা থাকছেন এবারের চুক্তিতে। তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ এবারের চুক্তিতে থাকবেন? ভক্তদের মনে এ এক বিরাট প্রশ্ন। অবশ্য ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে এসেছেন তারা। তাই এ তিন ক্রিকেটারের নতুন চুক্তিতে থাকার সম্ভাবনা খুবই কম।
সাকিব ও মাহমুদউল্লাহ দুই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। টি-টোয়েন্টি থেকে অবসরের কথা না জানালেও সাকিব জানিয়েছিলেন বিসিবি চাইলে কখনও খেলতে পারেন। আপাতত বিশ্বকাপে শেষ ম্যাচ খেলেছেন।
এদিকে তামিম ইকবাল বাংলাদেশের হয়ে কোন ফরম্যাটেই এখন জাতীয় দলে নেই। সম্প্রতি শাহীদ আফ্রিদির ইউটিউব ব্লগে বলেছেন, জাতীয় দলের হয়ে আমার শেষ। যদিও বিসিবি এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছু জানে না।
তাহলে এ তিন ক্রিকেটারের নতুন চুক্তিতে থাকার সম্ভাবনা কেমন? বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফীস বলছেন, আমরা এ মাসেই নতুন চুক্তি ঘোষণা করবো। কতজন থাকবে সেটা নির্বাচকরা প্রস্তাব করার পর বলতে পারব। আমরা সিনিয়র ক্রিকেটার তিনজন থাকবে কিনা সেটাও আসলে আলোচনার কারণে আটকে আছে। সাকিবেরটা তো রাজনৈতিক ইস্যু, ওই ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।
এদিকে দল সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে ক্রিকেটারদের কেন্দ্রিয় চুক্তি চূড়ান্ত হবে। ক্রিকেটার কমবে না বাড়বে (বর্তমানে ২১ জন) এটা নির্ভর করছে বিসিবির ওপর। একটা প্রস্তাব দেয়া হবে।
সিনিয়র ক্রিকেটারদের চুক্তিতে থাকা নিয়ে সূত্র বলেছেন, এটা আসলে খুবই জটিল হয়ে গেছে। বিপিএল চলছে এখন আলোচনা করা যাচ্ছে না। কিন্তু আমাদের বসতে হবে (ক্রিকেটারদের সঙ্গে)। আর একজনের ব্যাপারটা তো সরকারের ওপর। এটা আমাদের হাতের বাইরে। এ ইস্যুগুলো ঠিক হলে দ্রুত সিদ্ধান্ত নেয়া যেতো।
মাহমুদউল্লাহ এখন শুধুই ওয়ানডে খেলছেন। গত ভারত সিরিজে টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন। নিজে কিছু না বললেও এ চ্যাম্পিয়নস ট্রফির পর তার অবসরে যাওয়ার সম্ভাবনা বেশি।
সাকিব নিজ বলেছিলেন চ্যাম্পিয়নস ট্রফি খেলে ওয়ানডে ছাড়বেন। আগেই দুই ফরম্যাট থেকে অনেকটা দূরে সরে আসায় শুধু একদিনের ক্রিকেট বাকি তার। আর তামিম তো এখনও জাতীয় দলের জন্য বিবেচিতই হননি। তাই বিসিবি’র নতুন চুক্তিতে তিন তারকা বাদ পড়লেও অবাক হওয়ার কিছু থাকবে না। সম্প্রতি বেশ কয়েক জন নতুন তারকার দেখা মিলেছে। তাদের মধ্যে থেকে অনেকে চুক্তিতে জায়গা পেতে পারেন বলে মনে করছেন ক্রিকেটবোদ্ধারা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































