Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রের কোচ হলেন পচেত্তিনো

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:০০, ১১ সেপ্টেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের কোচ হলেন পচেত্তিনো

ফাইল ছবি

মেসি-নেইমার-এমবাপ্পেদের সাবেক গুরু মাওরিসিও পচেত্তিনোকে হেড কোচ হিসেবে নিয়োগ দিল যুক্তরাষ্ট্র। ক্লাব ফুটবলে ১৫ বছর কোচিং করানোর পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলের চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন এ আর্জেন্টাইন কোচ। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইউএসএ ফুটবল।

চুক্তি অনুযায়ী, ২০২৬ সাল বিশ্বকাপ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে থাকবেন ৫২ বছর বয়সী পচেত্তিনো। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তাকে পরিচয় করিয়ে দেয়া হবে।

২০২৪ কোপা আমেরিকায় ব্যর্থতার জেরে হেড কোচ গ্রেগ বারহাল্টারকে বরখাস্ত করেছিল যুক্তরাষ্ট্র। তার জায়গায় আসছেন পচেত্তিনো। গত মে মাসে চেলসি ছেড়ে আসার পর থেকে বসেই ছিলেন তিনি। তার অধীনে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিল চেলসি। যা কারণে সরিয়ে দেয়া হয় তাকে।

কোচ হিসেবে পচেত্তিনোর অভিজ্ঞতা দীর্ঘদিনের। ২০০৯ সাল থেকে কোচিং করাচ্ছেন তিনি। দায়িত্ব সামলেছেন পিএসজি, টটেনহাম এবং সাউদ্যাম্পটনের মতো ক্লাবের। পিএসজিতে তার অধীনে খেলেছেন মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ী। যদিও চ্যাম্পিয়নস লিগ জিততে না পারায় পিএসজি ছাড়তে হয় আর্জেন্টিনার জার্সিতে ২০ ম্যাচ খেলা এই সাবেক ফুটবলারকে। এবার পুরোপুরি ভিন্ন এক মহাদেশে নতুন এক চ্যালেঞ্জ নিয়ে ছুটছেন তিনি।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়