ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন
আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পর বিশ্ব ইজতেমা হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রোববার (০২ নভেম্বর) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে শুরায়ে নেজাম ও তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
ধর্ম উপদেষ্টা বলেন, নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের ঝুঁকি এড়াতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ড. খালিদ হোসেন ব্যাখ্যা করে বলেন, ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচন হলে রমজান মাস শেষে দুই পক্ষ আলাদাভাবে তাদের ইজতেমার আয়োজন করবে। ইজতেমার সুনির্দিষ্ট তারিখ দুই পক্ষের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন<<>>ওমরাহ নিয়ে সুখবর দিল সৌদি সরকার
টঙ্গীতে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে লক্ষ্যেই দুই গ্রুপের সঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, ইজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য একটি কমিটি গঠনেরও উদ্যোগ নেয়া হয়েছে। দুই পক্ষের মধ্যকার সব ধরনের সমস্যা সমাধানে এ কমিটি কাজ করবে।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেন্ট (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। উপদেষ্টা জানান, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে ইজতেমার তারিখ ঠিক করা হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































