Apan Desh | আপন দেশ

ইশরাককে সমর্থন দিতে গণঅধিকারের প্রার্থিতা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৮, ৩০ জানুয়ারি ২০২৬

ইশরাককে সমর্থন দিতে গণঅধিকারের প্রার্থিতা প্রত্যাহার

ছবি: আপন দেশ

প্রার্থিতা প্রত্যাহার করে ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর সূত্রাপুর থানার ক্যাপিটাল জেনারেল হাসপাতালের সামনে ধানের শীষের গণসংযোগের আগে আয়োজিত এক পথসভায় তিনি এ ঘোষণা দেন।

মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে সমর্থন দিচ্ছেন।

তিনি বলেন, যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির সঙ্গে রাজপথে দীর্ঘদিন একসঙ্গে আন্দোলন ও সংগ্রাম করেছেন তারা। সে ঐক্যের ভিত্তিতেই নির্বাচনী মাঠে গণঅধিকার পরিষদ ও বিএনপি একযোগে কাজ করবে।

ফখরুল ইসলাম আরও ঘোষণা দেন, ঢাকা-৬ আসনে গণঅধিকার পরিষদের ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের সব নেতাকর্মী এখন থেকে বিএনপির পক্ষে মাঠে কাজ করবেন।

আরও পড়ুন <<>> জামায়াত ক্ষমতায় গেলে নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হবেন: রিজভী

তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ইশরাক হোসেনকে বিজয়ী করার জন্য সবার প্রতি আহবান জানান।

পথসভায় উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু, সূত্রাপুর থানা বিএনপির আহবায়ক মো. আজিজুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়