বিএনপি চেয়ারম্যান তারেক রহমান: ফাইল ছবি
উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে রংপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) তার আগমনকে ঘিরে রংপুরের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। গত কয়েক দিন ধরেই চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। তার আগমনকে কেন্দ্র করে শুধু রংপুর মহানগরী নয়, গোটা জেলার নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা দিয়েছে। নতুন করে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে।
দীর্ঘ ২২ বছর পর এটিই তার রংপুর সফর। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহী থেকে বগুড়ায় যান তারেক রহমান। সেখানে সমাবেশ শেষে একটি পাঁচ তারকা হোটেলে রাত্রী যাপন করেন। সেখান থেকে রংপুরে যাচ্ছেন। যাওয়ার পথে পীরগঞ্জের জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন বিএনপি প্রধান। পরে বিকাল সাড়ে ৪টায় রংপুরের কালেক্টরেট ঈদগাঁহ মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন। রাতে রংপুরে অবস্থানের পর শনিবার (৩১ জানুয়ারি) সড়ক পথে ঢাকায় ফিরবেন।
আরও পড়ুন<<>>‘শুধু বগুড়া নয় সমগ্র দেশের কথা চিন্তা করতে হবে’
তার আগমনকে কেন্দ্র করে রংপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। উজ্জীবিত সকল নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। দীর্ঘ ২২ বছর পর রংপুরে আসার সিদ্ধান্তে দলের তৃণমূল থেকে জেলা পর্যায়ের সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে আনন্দ। নতুন করে ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য। রংপুরের পীরগঞ্জেও তার আগমনকে ঘিরে সাজ সাজ রব পড়ে গেছে। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতুহল। তাকে এক নজর দেখার জন্য দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ উদগ্রীব হয়ে আছেন।
এদিকে, তারেক রহমানকে স্বাগত জানাতে রংপুর থেকে বিএনপি ও অঙ্গ সংঠনের সহস্রাধিক নেতাকর্মী পীরগঞ্জ যাবেন। সেখান থেকে তাকে শোভাযাত্রা সহকারে রংপুরে নিয়ে আসবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































