Apan Desh | আপন দেশ

জামায়াত ক্ষমতায় গেলে নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হবেন: রিজভী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:১৫, ৩০ জানুয়ারি ২০২৬

জামায়াত ক্ষমতায় গেলে নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হবেন: রিজভী

ছবি: আপন দেশ

জামায়াত ক্ষমতায় এলে দেশের নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে ভুক্তভোগী নারী কর্মীদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, ধর্মকে ব্যবহার করে একটি রাজনৈতিক দলের বট বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের নিয়ে অশ্লীল ভাষায় মন্তব্য করছে।

তার দাবি, জামায়াত ও ছাত্র শিবির অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই নারীদের শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করছে। একই সঙ্গে বিএনপির নারী কর্মীদের নিয়মিত হুমকি দেয়া হচ্ছে।

তিনি বলেন, বিএনপির নারী কর্মী ও সমর্থকরা প্রতিনিয়ত জামায়াত ও ছাত্র শিবিরের আক্রমণের শিকার হচ্ছেন। এসব ঘটনায় নারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

জামায়াতের রাজনৈতিক অবস্থান তুলে ধরে রিজভী বলেন, দলটিতে কোনো নারী সংসদ সদস্য প্রার্থী নেই। এমনকি দলটির আমীর প্রকাশ্যে বলেছেন, তাদের দলের প্রধান কখনো নারী হতে পারবেন না। তার মতে, দেশের মানুষ একটি গুপ্ত দলের গুপ্ত কর্মকাণ্ডকে গুরুত্ব দেবে না।

আরও পড়ুন <<>> আজ রংপুর যাচ্ছেন তারেক রহমান

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরিন ইসলাম বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল নারীদের ঘরের ভেতরে সীমাবদ্ধ রাখতে চায়। তারা নারীদের জন্য আলাদা স্পেস তৈরি করে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে চায়। ভোটের সময় নারীদের ব্যবহার করে জান্নাতের টিকিট বিক্রির চেষ্টাও করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য দেন রাজশাহীর পবা উপজেলার হরিনা ইউনিয়নের নারী কর্মী নিলুফা ইসলাম। তিনি বলেন, গত ২১ নভেম্বর বিএনপি প্রার্থীর লিফলেট বিতরণের সময় জামায়াতের লোকজন তাকে ও তার সহকর্মীদের শারীরিকভাবে হেনস্তা করে।

নিলুফা ইসলাম বলেন, আমাদের কোনো নিরাপত্তা নেই। আমাদের দেখার মতো কেউ নেই।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়